কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪৮৮৯
আন্তর্জাতিক নং: ৪৯৭৩
৭৯. ব্যক্তি তার বক্তৃতায় বলেঃ আম্মা বা’দ- এ সস্পর্কে।
৪৮৮৯. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ....... যায়দ ইবনে আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী করীম (ﷺ) লোকদের সামনে খুতবা পেশের সময় বলেন- ’আম্মা বা’দ’ -অর্থাৎ এরপর বক্তব্য হলো।
باب فِي الرَّجُلِ يَقُولُ فِي خُطْبَتِهِ " أَمَّا بَعْدُ "
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ يَزِيدَ بْنِ حَيَّانَ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَهُمْ فَقَالَ " أَمَّا بَعْدُ " .

তাহকীক:
তাহকীক চলমান