কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৪৮৮৬
আন্তর্জাতিক নং: ৪৯৭০
৭৬. মেয়েদের কুনিয়াত রাখা - সম্পর্কে।
৪৮৮৬. মুসাদ্দাদ (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার সব সখীদের কুনিয়াত আছে। তখন তিনি বলেনঃ তুমিও তোমার (বোনের) ছেলে আব্দুল্লাহ ইবনে যুবাইর (রাযিঃ)-এর নামের সাথে কুনিয়াত রাখ। অর্থাৎ তুমি তোমার কুনিয়াত রাখ উম্মু আব্দুল্লাহ।

* উল্লেখ্য যে, আব্দুল্লাহ্ (রাযিঃ) ছিলেন আয়িশা (রাযিঃ)-এর বোন আসমা (রাযিঃ)-এর পুত্র। নবী করীম (ﷺ) পরোক্ষভাবে তাঁকে আয়িশা (রাযিঃ)-এর পুত্র হিসাবে উল্লেখ করেছেন। - অনুবাদক
باب فِي الْمَرْأَةِ تُكْنَى
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَسُلَيْمَانُ بْنُ حَرْبٍ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ كُلُّ صَوَاحِبِي لَهُنَّ كُنًى . قَالَ " فَاكْتَنِي بِابْنِكِ عَبْدِ اللَّهِ " . يَعْنِي ابْنَ أُخْتِهَا قَالَ مُسَدَّدٌ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ قَالَ فَكَانَتْ تُكَنَّى بِأُمِّ عَبْدِ اللَّهِ . قَالَ أَبُو دَاوُدَ وَهَكَذَا قَالَ قُرَّانُ بْنُ تَمَّامٍ وَمَعْمَرٌ جَمِيعًا عَنْ هِشَامٍ نَحْوَهُ وَرَوَاهُ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ عَبَّادِ بْنِ حَمْزَةَ وَكَذَلِكَ حَمَّادُ بْنُ سَلَمَةَ وَمَسْلَمَةُ بْنُ قَعْنَبٍ عَنْ هِشَامٍ كَمَا قَالَ أَبُو أُسَامَةَ .