কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৩৩. শরীআত বিধিত দন্ডের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৪৩৫৬
আন্তর্জাতিক নং: ৪৪০৮
শরীআত বিধিত দন্ডের অধ্যায়
১৮. যুদ্ধের সফরে চুরি করলে হাত কাটা যাবে কি?
৪৩৫৬. আহমদ ইবনে সালিহ (রাহঃ) ..... জুনাদা ইবনে আবু উমাইমা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমরা বুসর ইবনে আরতাত (রাযিঃ) এর সাথে সমুদ্রের সফরে ছিলাম। তখন তাঁর নিকট ’মিসদার’ নামক একজন চোরকে হাযির করা হয়, যে উট চুরি করেছিল। তখন তিনি বলেন আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছিঃ তোমরা সফরে থাকাবস্থায় কোন চোরের হাত কাটবে না। যদি অবস্থা এরূপ না হতো, তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম।
كتاب الحدود
باب السَّارِقِ يَسْرِقُ فِي الْغَزْوِ أَيُقْطَعُ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيِّ، عَنْ شُيَيْمِ بْنِ بَيْتَانَ، وَيَزِيدَ بْنِ صُبْحٍ الأَصْبَحِيِّ، عَنْ جُنَادَةَ بْنِ أَبِي أُمَيَّةَ، قَالَ كُنَّا مَعَ بُسْرِ بْنِ أَرْطَاةَ فِي الْبَحْرِ فَأُتِيَ بِسَارِقٍ يُقَالُ لَهُ مِصْدَرٌ قَدْ سَرَقَ بُخْتِيَّةً فَقَالَ قَدْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " لاَ تُقْطَعُ الأَيْدِي فِي السَّفَرِ " . وَلَوْلاَ ذَلِكَ لَقَطَعْتُهُ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: