কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২৯. আংটি ব্যবহারের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৪১৭৪
আন্তর্জাতিক নং: ৪২২২
৩. সোনার আংটি ব্যবহার সম্পর্কে।
৪১৭৪. মুসাদ্দাদ (রাহঃ) ..... ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) দশটি জিনিস অপছন্দ করতেন। তা হলোঃ
১। হলুদ রং ব্যবহার করতে,
২। সাদা চুল পরিবর্তন করতে,
৩। লুঙ্গী বা পাজামা পায়ের নীচে ঝুলিয়ে পরতে,
৪। সোনার আংটি পরতে,
৫। স্ত্রী লোকদের পর পুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করতে,
৬। পায়ের গোড়ালী দিয়ে আঘাত করতে,
৭। সূরা নাস ও ফালাক ছাড়া অন্য কিছু দিয়ে তদবির করতে,
৮। তাবিজ ব্যবহার করতে,
৯। মনি বা বীর্য উহার স্থান ব্যতীত অন্যখানে নিক্ষেপ করতে এবং
১০। দুধ পানের সময় বাচ্চার মায়ের সাথে সঙ্গম করতে। (কেননা, এতে সন্তান দুর্বল হয়ে যায়, তবে ইহা হারাম নয়)।
১। হলুদ রং ব্যবহার করতে,
২। সাদা চুল পরিবর্তন করতে,
৩। লুঙ্গী বা পাজামা পায়ের নীচে ঝুলিয়ে পরতে,
৪। সোনার আংটি পরতে,
৫। স্ত্রী লোকদের পর পুরুষের সামনে তার সৌন্দর্য প্রকাশ করতে,
৬। পায়ের গোড়ালী দিয়ে আঘাত করতে,
৭। সূরা নাস ও ফালাক ছাড়া অন্য কিছু দিয়ে তদবির করতে,
৮। তাবিজ ব্যবহার করতে,
৯। মনি বা বীর্য উহার স্থান ব্যতীত অন্যখানে নিক্ষেপ করতে এবং
১০। দুধ পানের সময় বাচ্চার মায়ের সাথে সঙ্গম করতে। (কেননা, এতে সন্তান দুর্বল হয়ে যায়, তবে ইহা হারাম নয়)।
باب مَا جَاءَ فِي خَاتَمِ الذَّهَبِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، قَالَ سَمِعْتُ الرُّكَيْنَ بْنَ الرَّبِيعِ، يُحَدِّثُ عَنِ الْقَاسِمِ بْنِ حَسَّانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، كَانَ يَقُولُ كَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم يَكْرَهُ عَشْرَ خِلاَلٍ الصُّفْرَةَ - يَعْنِي الْخَلُوقَ - وَتَغْيِيرَ الشَّيْبِ وَجَرَّ الإِزَارِ وَالتَّخَتُّمَ بِالذَّهَبِ وَالتَّبَرُّجَ بِالزِّينَةِ لِغَيْرِ مَحِلِّهَا وَالضَّرْبَ بِالْكِعَابِ وَالرُّقَى إِلاَّ بِالْمُعَوِّذَاتِ وَعَقْدَ التَّمَائِمِ وَعَزْلَ الْمَاءِ لِغَيْرِ أَوْ غَيْرِ مَحِلِّهِ أَوْ عَنْ مَحِلِّهِ وَفَسَادَ الصَّبِيِّ غَيْرَ مُحَرِّمِهِ .