কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২৫. কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৯২৮
আন্তর্জাতিক নং: ৩৯৬৯
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯২৮. আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ নুফায়লী (রাহঃ) .... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) (নিম্নোক্ত আয়াত) এরূপে পাঠ করেনঃ

وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى

তোমরা মাকামে ইবরাহীমকে নামাযের স্থান বানিয়ে নাও। (বাকারাঃ ১২৫)
كِتَاب الْحُرُوفِ وَالْقِرَاءَاتِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، ح وَحَدَّثَنَا نَصْرُ بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ ( وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى )
হাদীস নং:৩৯২৯
আন্তর্জাতিক নং: ৩৯৭০
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯২৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি রাতে নামাযের জন্য উঠে উচ্চৈ-স্বরে কুরআন তিলাওয়াত শুরু করে। তখন সকালে রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আল্লাহ অমুক ব্যক্তির উপর রহম করুন যে রাতে আমাকে এমন কিছু আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলে যাচ্ছিলাম।
حَدَّثَنَا مُوسَى، - يَعْنِي ابْنَ إِسْمَاعِيلَ - حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَجُلاً، قَامَ مِنَ اللَّيْلِ فَقَرَأَ فَرَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ فَلَمَّا أَصْبَحَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَرْحَمُ اللَّهُ فُلاَنًا كَائِنٌ مِنْ آيَةٍ أَذْكَرَنِيهَا اللَّيْلَةَ كُنْتُ قَدْ أَسْقَطْتُهَا " .
হাদীস নং:৩৯৩০
আন্তর্জাতিক নং: ৩৯৭১
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩০. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ এ আয়াতঃ (وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ) কোন নবীর জন্য এটা সম্ভব নয় যে তিনি গনিমতের মালের মধ্যে খিয়ানত করবেন, বদর যুদ্ধে একটি লাল-চাদর হারানোর প্রেক্ষিতে নাযিল হয়। যখন কেউ কেউ এরূপ বলছিল, সম্ভবত রসূলুল্লাহ (ﷺ) তা নিয়েছেন। তখন আল্লাহ এ আয়াত নাযিল করেন।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا خُصَيْفٌ، حَدَّثَنَا مِقْسَمٌ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ ابْنُ عَبَّاسٍ رضى الله عنهما نَزَلَتْ هَذِهِ الآيَةُ ( وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ) فِي قَطِيفَةٍ حَمْرَاءَ فُقِدَتْ يَوْمَ بَدْرٍ فَقَالَ بَعْضُ النَّاسِ لَعَلَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَهَا فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ( وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ ) إِلَى آخِرِ الآيَةِ .
হাদীস নং:৩৯৩১
আন্তর্জাতিক নং: ৩৯৭২
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩১. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে আল্লাহ! আমি আপনার নিকট কৃপনতা ও বার্ধ্যক্য থেকে পানাহ চাই।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْهَرَمِ " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩২
আন্তর্জাতিক নং: ৩৯৭৩
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩২. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... লাকীত ইবনে সাবিরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি বনু-মুনতাফিকের প্রতিনিধি দলের সাথে রসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়েছিলাম। এরপর তিনি হাদীস বর্ণনা করে বলেন, তখন নবী (ﷺ) لاَ تَحْسِبَنَّ পাঠ করেনএবংلاَ تَحْسَبَنَّ পড়েন নি।
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ كَثِيرٍ، عَنْ عَاصِمِ بْنِ لَقِيطِ بْنِ صَبِرَةَ، عَنْ أَبِيهِ، لَقِيطِ بْنِ صَبِرَةَ قَالَ كُنْتُ وَافِدَ بَنِي الْمُنْتَفِقِ - أَوْ فِي وَفْدِ بَنِي الْمُنْتَفِقِ - إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ - يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - " لاَ تَحْسِبَنَّ " . وَلَمْ يَقُلْ لاَ تَحْسَبَنَّ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩৩
আন্তর্জাতিক নং: ৩৯৭৪
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৩. মুহাম্মাদ ইবনে ঈসা (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার মুসলিমগণ এমন এক ব্যক্তির সাথে মিলিত হয় যার কাছে কিছু বকরী ছিল। সে তাদের সালাম দেয়, তা সত্ত্বেও তারা তাকে হত্যা করে এবং সে বকরীর পাল নিয়ে আসে। তখন এ আয়াত নাযিল হয়ঃ (অর্থ) “যখন কেউ তোমাদের সালাম করে, তখন তোমরা তাকে এরূপ বলো না যে, তুমি মু’মিন নও।″ তোমরা ঐ বকরীর দ্বারা পার্থিব দুনিয়ার ধন-সম্পদ অন্বেষণ করেছ! (যা তোমাদের করা উচিত হয় নি)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَحِقَ الْمُسْلِمُونَ رَجُلاً فِي غُنَيْمَةٍ لَهُ فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ فَقَتَلُوهُ وَأَخَذُوا تِلْكَ الْغُنَيْمَةَ فَنَزَلَتْ ( وَلاَ تَقُولُوا لِمَنْ أَلْقَى إِلَيْكُمُ السَّلاَمَ لَسْتَ مُؤْمِنًا تَبْتَغُونَ عَرَضَ الْحَيَاةِ الدُّنْيَا ) تِلْكَ الْغُنَيْمَةَ .
হাদীস নং:৩৯৩৪
আন্তর্জাতিক নং: ৩৯৭৫
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৪. সাঈদ ইবনে মনসুর (রাহঃ) .... যায়দ ইবনে ছাবিত (রাযিঃ) বর্ণিত যে, নবী (ﷺ) কুরআনের এ আয়াত এরূপে পাঠ করতেনঃغَيْرُ أُولِي الضَّرَرِ।
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَنْبَارِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، - وَهُوَ أَشْبَعُ - عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ ( غَيْرُ أُولِي الضَّرَرِ ) وَلَمْ يَقُلْ سَعِيدٌ كَانَ يَقْرَأُ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩৫
আন্তর্জাতিক নং: ৩৯৭৬
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৫. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) এ আয়াতঃ وَالْعَيْنُ بِالْعَيْنِ পাঠ করতেন।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ( وَالْعَيْنُ بِالْعَيْنِ ) .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩৬
আন্তর্জাতিক নং: ৩৯৭৭
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৬. নসর ইবনে আলী (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, নবী (ﷺ) এ আয়াত এরূপে পাঠ করেনঃ

وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنُ بِالْعَيْنِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ أَبِي عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ ( وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنُ بِالْعَيْنِ ) .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩৭
আন্তর্জাতিক নং: ৩৯৭৮
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৭. নুফায়লী (রাহঃ) .... আতিয়া ইবনে সা’দ আওফী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) এর সামনে এ আয়াত এরূপে তিলাওয়াত করলেঃ اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ তিনি বলেনঃ ضُعْفٍ পাঠ করবে।

রাবী বলেনঃ একদা আমি তোমার ন্যায় এটি রসূলুল্লাহ (ﷺ) এর নিকট তিলাওয়াত করলে, তিনি আমার ভুল ধরেন যেমন আমি তোমার ভুল ধরলাম।
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، عَنْ عَطِيَّةَ بْنِ سَعْدٍ الْعَوْفِيِّ، قَالَ قَرَأْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ( اللَّهُ الَّذِي خَلَقَكُمْ مِنْ ضَعْفٍ ) فَقَالَ ( مِنْ ضُعْفٍ ) قَرَأْتُهَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا قَرَأْتَهَا عَلَىَّ فَأَخَذَ عَلَىَّ كَمَا أَخَذْتُ عَلَيْكَ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩৮
আন্তর্জাতিক নং: ৩৯৭৯
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৮. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) .... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) কুরআনের এ আয়াতঃمِنْ ضُعْفٍ (অর্থাৎ তিনি (ض) অক্ষরে পেশ দিয়ে পড়তেন)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الْقُطَعِيُّ، حَدَّثَنَا عُبَيْدٌ، - يَعْنِي ابْنَ عَقِيلٍ - عَنْ هَارُونَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَابِرٍ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ( مِنْ ضُعْفٍ ) .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৩৯
আন্তর্জাতিক নং: ৩৯৮০
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৩৯. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে আবযা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উবাই ইবনে কা’ব (রাযিঃ) কুরআনের এ আয়াত এরূপে পাঠ করতেনঃ (بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْتَفْرَحُوا)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَسْلَمَ الْمِنْقَرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، قَالَ قَالَ أُبَىُّ بْنُ كَعْبٍ ( بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْتَفْرَحُوا ) .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪০
আন্তর্জাতিক নং: ৩৯৮১
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪০. মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) .... উবাই ইবনে কা’ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) এ আয়াত এরূপে পাঠ করতেনঃ (بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا تَجْمَعُونَ)।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنِ الأَجْلَحِ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَىٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَرَأَ ( بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا تَجْمَعُونَ ) .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪১
আন্তর্জাতিক নং: ৩৯৮২
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪১. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আসমা বিনতে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)কে নিম্নোক্ত আয়াতটি এ ভাবে তিলাওয়াত করতে শোনেনঃ (إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ)।
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا ثَابِتٌ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، أَنَّهَا سَمِعَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ ( إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ ) .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪২
আন্তর্জাতিক নং: ৩৯৮৩
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪২. আবু কামিল (রাহঃ) .... শাহর ইবনে হাওশাব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি উম্মে সালামা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করি, রসূলুল্লাহ (ﷺ) নিম্নোক্ত আয়াতটি কিভাবে তিলাওয়াত করতেন? (إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ) এভাবে তিলাওয়াত করতেন কি? তিনি বলেন, নবী (ﷺ) পড়তেনঃ (إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ)।
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ الْمُخْتَارِ - حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، قَالَ سَأَلْتُ أُمَّ سَلَمَةَ كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ هَذِهِ الآيَةَ ( إِنَّهُ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ) فَقَالَتْ قَرَأَهَا ( إِنَّهُ عَمِلَ غَيْرَ صَالِحٍ ) قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ هَارُونُ النَّحْوِيُّ وَمُوسَى بْنُ خَلَفٍ عَنْ ثَابِتٍ كَمَا قَالَ عَبْدُ الْعَزِيزِ .
হাদীস নং:৩৯৪৩
আন্তর্জাতিক নং: ৩৯৮৪
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪৩. ইবরাহীম ইবনে মুসা (রাহঃ) .... উবাই ইবনে কা’ব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রসূলুল্লাহ (ﷺ) যখন দুআ করতেন তখন প্রথমে নিজের জন্য করতেন এবং বলতেনঃ رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى অর্থাৎ আল্লাহর রহমত আমাদের উপর এবং মুসার উপর। যদি তিনি সবর করতেন তবে তিনি তাঁর সঙ্গী (খিযির) থেকে আরো আশ্চর্যজনক অনেক কিছুই দেখতে পেতেন। বরং তিনি সবর না করে বলেনঃ (إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِي)।
কারী হামযা لَدُنِي শব্দের নূনকে লম্বা করে পড়েন।
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عِيسَى، عَنْ حَمْزَةَ الزَّيَّاتِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَعَا بَدَأَ بِنَفْسِهِ وَقَالَ " رَحْمَةُ اللَّهِ عَلَيْنَا وَعَلَى مُوسَى لَوْ صَبَرَ لَرَأَى مِنْ صَاحِبِهِ الْعَجَبَ وَلَكِنَّهُ قَالَ ( إِنْ سَأَلْتُكَ عَنْ شَىْءٍ بَعْدَهَا فَلاَ تُصَاحِبْنِي قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِي ) " . طَوَّلَهَا حَمْزَةُ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৪
আন্তর্জাতিক নং: ৩৯৮৫
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪৪. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) .... উবাই ইবনে কা’ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) নিম্নোক্ত আয়াতঃ قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي এর لَدُنِّي শব্দের নূনকে তাশদীদ সহকারে তিলাওয়াত করতেন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَبُو عَبْدِ اللَّهِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو الْجَارِيَةِ الْعَبْدِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَهَا ( قَدْ بَلَغْتَ مِنْ لَدُنِّي ) وَثَقَّلَهَا .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৫
আন্তর্জাতিক নং: ৩৯৮৬
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪৫. মুহাম্মাদ ইবনে মাসউদ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উবাইয়্যা ইবনে কা’ব আমাকে সেভাবেই পড়ান যেভাবে রসূলুল্লাহ (ﷺ) তাকে পড়িয়েছিলেন। যেমন এ আয়াতঃ (فِي عَيْنٍ حَمِئَةٍ)। এখানে حَمِئَةٍ শব্দটিকে হালকাভাবে পড়েন।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَسْعُودٍ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا سَعْدُ بْنُ أَوْسٍ، عَنْ مِصْدَعٍ أَبِي يَحْيَى، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ أَقْرَأَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ كَمَا أَقْرَأَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ( فِي عَيْنٍ حَمِئَةٍ ) مُخَفَّفَةً .
হাদীস নং:৩৯৪৬
আন্তর্জাতিক নং: ৩৯৮৭
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪৬. ইয়াহয়া (রাহঃ) .... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ ইল্লীন অধিবাসী জনৈক ব্যক্তি জান্নাতের অধিবাসীদের প্রতি দৃষ্টিপাত করবে। ফলে, জান্নাত তার দৃষ্টির কারণে মোতির ন্যায় উজ্জ্বল বর্ণ ধারণ করবে।

রাবী বলেনঃ হাদীসে এরূপই বর্ণিত হয়েছে। دُرِّيٌّশব্দটির ‘দালের’ উপর পেশযুক্ত হবে ‘দালের’ উপর যের বা যবর হবে না। এরপর নবী (ﷺ) বলেনঃ আবু বকর ও উমর অন্তর্ভুক্ত হবে না বরং তাঁরা ঐ মোতি হতেও উত্তম।
حَدَّثَنَا يَحْيَى بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا وُهَيْبٌ، - يَعْنِي ابْنَ عَمْرٍو النَّمَرِيَّ - أَخْبَرَنَا هَارُونُ، أَخْبَرَنِي أَبَانُ بْنُ تَغْلِبَ، عَنْ عَطِيَّةَ الْعَوْفِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الرَّجُلَ مِنْ أَهْلِ عِلِّيِّينَ لَيُشْرِفُ عَلَى أَهْلِ الْجَنَّةِ فَتُضِيءُ الْجَنَّةُ لِوَجْهِهِ كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ " . قَالَ وَهَكَذَا جَاءَ الْحَدِيثُ " دُرِّيٌّ " . مَرْفُوعَةُ الدَّالِ لاَ تُهْمَزُ " وَإِنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ لَمِنْهُمْ وَأَنْعَمَا " .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৯৪৭
আন্তর্জাতিক নং: ৩৯৮৮
কুরআনের হরফ এবং বিবিধ কিরাআত সংশ্লিষ্ট অধ্যায়ঃ
৩৯৪৭. উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) .... ফারওয়া ইবনে মুসায়ক গতায়ফী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী (ﷺ) এর নিকট আগমন করি। এরপর তিনি হাদীস বর্ণনা করেন। তখন কওমের মধ্য্যে থেকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেনঃ ইয়া রসূলাল্লাহ! আপনি আমাদের ‘সাবা’ সম্পর্কে খবর দিন। তা কি কোন স্থানের নাম বা কোন মহিলার নাম। তিনি বলেনঃ সেটি কোন স্থান বা মহিলার নাম নয়। বরং তা আরবের এক ব্যক্তির নাম যার দশটি পুত্র ছিল। যাদের ছয়জন ইয়ামানে বসাবস করে এবং বাকী চারজন শাম দেশের দিকে গমন করে।
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ الْحَكَمِ النَّخَعِيُّ، حَدَّثَنَا أَبُو سَبْرَةَ النَّخَعِيُّ، عَنْ فَرْوَةَ بْنِ مُسَيْكٍ الْغُطَيْفِيِّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا عَنْ سَبَإٍ مَا هُوَ أَرْضٌ أَمِ امْرَأَةٌ فَقَالَ " لَيْسَ بِأَرْضٍ وَلاَ امْرَأَةٍ وَلَكِنَّهُ رَجُلٌ وَلَدَ عَشَرَةً مِنَ الْعَرَبِ فَتَيَامَنَ سِتَّةٌ وَتَشَاءَمَ أَرْبَعَةٌ " . قَالَ عُثْمَانُ الْغَطَفَانِيِّ مَكَانَ الْغُطَيْفِيِّ وَقَالَ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْحَكَمِ النَّخَعِيُّ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান