কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২৪. গোলাম আযাদ করা সম্পর্কিত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৯১৪
আন্তর্জাতিক নং: ৩৯৫৫
৯. মুদাব্বির* গোলাম বিক্রি সম্পর্কে।
৩৯১৪. আহমদ ইবনে হাম্বল (রাহঃ) .... জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি তার মৃতুর পর তার গোলাম আযাদ হওয়ার ঘোষণা দেয়। কিন্তু ঐ গোলাম ছাড়া তার আর কোন সম্পদ ছিল না। তখন নবী (ﷺ) তাকে ঐ গোলাম বিক্রি করার নির্দেশ দেন। তখন সে তাকে সাত শ’ বা নয় শ’ দিরহামের বিনিময়ে বিক্রি করে।
* মুদাব্বির ঐ গোলামকে বলা হয়, যার মালিক তাঁকে বলেঃ আমার মৃত্যুর পর তুমি আযাদ - অনুবাদক
* মুদাব্বির ঐ গোলামকে বলা হয়, যার মালিক তাঁকে বলেঃ আমার মৃত্যুর পর তুমি আযাদ - অনুবাদক
باب فِي بَيْعِ الْمُدَبَّرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَطَاءٍ، وَإِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَجُلاً، أَعْتَقَ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ مِنْهُ وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ فَأَمَرَ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَبِيعَ بِسَبْعِمِائَةٍ أَوْ بِتِسْعِمِائَةٍ .

তাহকীক:
তাহকীক চলমান