কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৭৪৯
আন্তর্জাতিক নং: ৩৭৯১
৪৭৮. খরগোশের গোশত খাওয়া।
৩৭৪৯. মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি একজন সুঠাম যুবক ছিলাম। একদিন আমি খরগোশ শিকার করে ভুনা করি। এ সময় আবু তালহা (রাযিঃ) আমার হাতে এর পেছনের অংশ নবী (ﷺ)-এর নিকট পাঠান। আমি সেটি নিয়ে তাঁর নিকট পৌছলে, তিনি তা গ্রহণ করেন।
باب فِي أَكْلِ الأَرْنَبِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامِ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنْتُ غُلاَمًا حَزَوَّرًا فَصِدْتُ أَرْنَبًا فَشَوَيْتُهَا فَبَعَثَ مَعِي أَبُو طَلْحَةَ بِعَجُزِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ بِهَا فَقَبِلَهَا .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:৩৭৫০
আন্তর্জাতিক নং: ৩৭৯২
৪৭৮. খরগোশের গোশত খাওয়া।
৩৭৫০. ইয়াহয়া ইবনে খালাফ (রাহঃ) ...... খালিদ ইবনে হুয়াইরিছ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) সাফাহ নামক স্থানে ছিলেন। রাবী মুহাম্মাদ (রাহঃ) বলেনঃ এটি মক্কার নিকটবর্তী একটি স্থান। এ সময় জনৈক ব্যক্তি একটি খরগোশ শিকার করে তাঁর কাছে নিয়ে আসে এবং বলেঃ হে আব্দুল্লাহ ইবনে আমর! আপনি এর ব্যাপারে কি বলেন? তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এটি আনা হয় এবং সে সময় আমি তাঁর কাছে বসা ছিলাম। তিনি তা খান নি, তবে অন্যদের তা খেতে নিষেধ করেন নি। তিনি বলেনঃ এর তো হায়য হয়েছে।*
* সম্ভবত : খরগোশটি স্ত্রী-জাতীয় ছিল এবং তার হায়য হয়েছিল। এজন্য নবী (ﷺ) তার গোশত খেতে অনীহা প্রকাশ করেন। খরগোশের গোশত খাওয়াতে কোন বাধা নেই। - (অনুবাদক)
* সম্ভবত : খরগোশটি স্ত্রী-জাতীয় ছিল এবং তার হায়য হয়েছিল। এজন্য নবী (ﷺ) তার গোশত খেতে অনীহা প্রকাশ করেন। খরগোশের গোশত খাওয়াতে কোন বাধা নেই। - (অনুবাদক)
باب فِي أَكْلِ الأَرْنَبِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خَلَفٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ أَبِي خَالِدَ بْنَ الْحُوَيْرِثِ، يَقُولُ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو كَانَ بِالصِّفَاحِ - قَالَ مُحَمَّدٌ مَكَانٌ بِمَكَّةَ - وَإِنَّ رَجُلاً جَاءَ بِأَرْنَبٍ قَدْ صَادَهَا فَقَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو مَا تَقُولُ قَالَ قَدْ جِيءَ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا جَالِسٌ فَلَمْ يَأْكُلْهَا وَلَمْ يَنْهَ عَنْ أَكْلِهَا وَزَعَمَ أَنَّهَا تَحِيضُ .

তাহকীক:
তাহকীক চলমান