কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২২. খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৭০১
আন্তর্জাতিক নং: ৩৭৪৩
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪৫২. বিবাহের ওলীমা মুস্তহাব।
৩৭০১. মুসাদ্দাদ ও কুতায়বা (রাহঃ) ..... ছাবিত (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আনাস ইবনে মালিক (রাযিঃ)-এর নিকট যয়নাব বিনতে জাহাশ (রাযিঃ)-এর বিবাহের প্রসঙ্গ আলোচিত হয়। তিনি বলেনঃ তুমি রাসূলুল্লাহ (ﷺ)-কে অন্য কোন বিবির ব্যাপারে এরূপ ওলীমা করতে দেখিনি, যেরূপ তিনি যয়নাব (রাযিঃ)-এর ওলীমা করেন। তিনি একটি বকরী দ্বারা ওলীমা করেন।
كتاب الأطعمة
باب فِي اسْتِحْبَابِ الْوَلِيمَةِ عِنْدَ النِّكَاحِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، قَالَ ذُكِرَ تَزْوِيجُ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ عِنْدَ أَنَسِ بْنِ مَالِكٍ فَقَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى أَحَدٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَيْهَا أَوْلَمَ بِشَاةٍ .
হাদীস নং: ৩৭০২
আন্তর্জাতিক নং: ৩৭৪৪
খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
৪৫২. বিবাহের ওলীমা মুস্তহাব।
৩৭০২. হামিদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ..... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) সাফিয়্যা (রাযিঃ) এর ওলীমা ছাতু এবং খোরমা দ্বারা করেছিলেন।
كتاب الأطعمة
باب فِي اسْتِحْبَابِ الْوَلِيمَةِ عِنْدَ النِّكَاحِ
حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا وَائِلُ بْنُ دَاوُدَ، عَنِ ابْنِهِ، بَكْرِ بْنِ وَائِلٍ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى صَفِيَّةَ بِسَوِيقٍ وَتَمْرٍ .