কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৮২
আন্তর্জাতিক নং: ৩১৯৬
২৩৭. জানাযার নামাযের তাকবীর প্রসঙ্গে।
৩১৮২. মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) ..... শা’বী (রাহঃ) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) একটা নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবীগণ কাতারবদ্ধ হয়ে দাঁড়ালে তিনি চার তাকবীরের সাথে জানাযার নামায আদায় করেন।
রাবী আবু ইসহাক বলেনঃ আমি শা’বী (রাহঃ)-কে জিজ্ঞাসা করি, আপনার নিকট এ হাদীস কে বর্ণনা করেছেন? তিনি বলেনঃ একজন নির্ভরযোগ্য ব্যক্তি, যিনি সেখানে নবীজীর সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)।
রাবী আবু ইসহাক বলেনঃ আমি শা’বী (রাহঃ)-কে জিজ্ঞাসা করি, আপনার নিকট এ হাদীস কে বর্ণনা করেছেন? তিনি বলেনঃ একজন নির্ভরযোগ্য ব্যক্তি, যিনি সেখানে নবীজীর সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)।
باب التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِقَبْرٍ رَطْبٍ فَصَفُّوا عَلَيْهِ وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا . فَقُلْتُ لِلشَّعْبِيِّ مَنْ حَدَّثَكَ قَالَ الثِّقَةُ مَنْ شَهِدَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:৩১৮৩
আন্তর্জাতিক নং: ৩১৯৭
২৩৭. জানাযার নামাযের তাকবীর প্রসঙ্গে।
৩১৮৩. আবু ওয়ালিদ তায়ালীসি (রাহঃ) ..... ইবনে আবী লায়লা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যায়দ ইবনে আরকাম (রাযিঃ) আমাদের জানাযার নামায পড়ানোর সময় চার তাকবির বলতেন। একবার তিনি এক নামাযে পাচ তাকবির বলেন। তখন আমি তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) কোন কোন সময় পাচ তাকবির বলতেন।
باب التَّكْبِيرِ عَلَى الْجَنَازَةِ
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ كَانَ زَيْدٌ - يَعْنِي ابْنَ أَرْقَمَ - يُكَبِّرُ عَلَى جَنَائِزِنَا أَرْبَعًا وَإِنَّهُ كَبَّرَ عَلَى جَنَازَةٍ خَمْسًا فَسَأَلْتُهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُكَبِّرُهَا . قَالَ أَبُو دَاوُدَ وَأَنَا لِحَدِيثِ ابْنِ الْمُثَنَّى أَتْقَنُ .

তাহকীক:
তাহকীক চলমান