কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১৫৭
আন্তর্জাতিক নং: ৩১৭১
২২৫. জানাযার সাথে আগুন নেয়া নিষেধ।
৩১৫৭. হারূন ইবনে আব্দিল্লাহ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) বলেছেনঃ জানাযার পেছনে চিৎকার করতে করতে এবং আগুন নিয়ে যাবে না।[১]
রাবী হারুন অতিরিক্ত বর্ণনা করেছেনঃ জানাযার আগে আগেও গমন করবে না।
[১] আহলে-কিতাব বা ইয়াহূদ ও নাসারারা জানাযার সাথে আগুণ নিয়ে যায়, (মৃতের মুখে আগুন দেওয়ার জন্য)। এ আচরণের সাথে যেন উম্মতে মুহাম্মাদীর আচরণের কোন মিল না ঘটে, সেজন্য আগুন নিতে নিষেধ করা হয়েছে।
রাবী হারুন অতিরিক্ত বর্ণনা করেছেনঃ জানাযার আগে আগেও গমন করবে না।
[১] আহলে-কিতাব বা ইয়াহূদ ও নাসারারা জানাযার সাথে আগুণ নিয়ে যায়, (মৃতের মুখে আগুন দেওয়ার জন্য)। এ আচরণের সাথে যেন উম্মতে মুহাম্মাদীর আচরণের কোন মিল না ঘটে, সেজন্য আগুন নিতে নিষেধ করা হয়েছে।
باب فِي النَّارِ يُتْبَعُ بِهَا الْمَيِّتُ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، ح وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالاَ حَدَّثَنَا حَرْبٌ، - يَعْنِي ابْنَ شَدَّادٍ - حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنِي بَابُ بْنُ عُمَيْرٍ، حَدَّثَنِي رَجُلٌ، مِنْ أَهْلِ الْمَدِينَةِ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تُتْبَعُ الْجَنَازَةُ بِصَوْتٍ وَلاَ نَارٍ " . زَادَ هَارُونُ " وَلاَ يُمْشَى بَيْنَ يَدَيْهَا " .

তাহকীক:
তাহকীক চলমান