কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩১০১
আন্তর্জাতিক নং: ৩১১৫
১৯৮. মৃত্যু পথযাএীর কাছে কি ধরনের কথা বলা উচিত।
৩১০১. মুহাম্মাদ ইবনে কাছীর (রাহঃ) .... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা কোন মৃত্যুবরণকারী ব্যক্তির নিকট উপস্থিত হবে, তখন ভাল কথাবার্তা বলবে। কেননা, তোমাদের কথার সমর্থনে ফিরিশতারা আমীন বলেন। এরপর আবু সালামা (রাযিঃ) যখন ইনতিকাল করেন, তখন আমি বলিঃ ইয়া রাসূলাল্লাহ! আমি (এখন) কি বলব? তখন তিনি বলেনঃ তুমি বলঃ
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً
অর্থাৎ ইয়া আল্লাহ! আপনি একে ক্ষমা করুন এবং আমাদের উত্তম প্রতিদান প্রদান করুন।
উম্মু সালাম (রাযিঃ) বলেনঃ আল্লাহ আমাকে এর বিনিময়ে মুহাম্মাদ (ﷺ)-কে প্রদান করেন।[১]
[১] কেননা, আবু সালামা (রা.)-এর মৃত্যুর পর নবী (সা.) উম্মে সালামাকে বিবাহ করে তাঁকে নিজের স্ত্রীর মর্যাদা দেন যা উম্মু-সালামা (রা.)-এর জন্য দুর্লভ ও অতুলনীয় মর্যাদার কারণ হয়েছিল।
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً
অর্থাৎ ইয়া আল্লাহ! আপনি একে ক্ষমা করুন এবং আমাদের উত্তম প্রতিদান প্রদান করুন।
উম্মু সালাম (রাযিঃ) বলেনঃ আল্লাহ আমাকে এর বিনিময়ে মুহাম্মাদ (ﷺ)-কে প্রদান করেন।[১]
[১] কেননা, আবু সালামা (রা.)-এর মৃত্যুর পর নবী (সা.) উম্মে সালামাকে বিবাহ করে তাঁকে নিজের স্ত্রীর মর্যাদা দেন যা উম্মু-সালামা (রা.)-এর জন্য দুর্লভ ও অতুলনীয় মর্যাদার কারণ হয়েছিল।
باب مَا يُسْتَحَبُّ أَنْ يُقَالَ عِنْدَ الْمَيِّتِ مِنَ الْكَلاَمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا حَضَرْتُمُ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلاَئِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ " . فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا أَقُولُ قَالَ " قُولِي اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً " . قَالَتْ فَأَعْقَبَنِي اللَّهُ تَعَالَى بِهِ مُحَمَّدًا صلى الله عليه وسلم .