কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩০৯৬
আন্তর্জাতিক নং: ৩১১০
১৯৩. হঠাৎ মৃত্যু সম্পর্কে।
৩০৯৬. মুসাদ্দাদ (রাহঃ) ..... উবাইদ ইবনে খালিদ সালামী (রাযিঃ) থেকে বর্ণিত, যিনি নবী (ﷺ) এর জনৈক সাহাবী ছিলেন। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ হঠাৎ মারা যাওয়া আল্লাহর গযবের পাকড়াও স্বরূপ, (যাতে সে তওবার সুযোগ না পায়)।[১]
[১] এ অবশ্য কাফিরদের ক্ষেত্রে। পক্ষান্তরে, মুমিনদের জন্য এ রহমতস্বরূপ। কেননা, মুমিন সব সময় মৃত্যুর জন্য তৈরী থাকে। হযরত ইবরাহীম (আলাইহিস সালাম) দাউদ ও সুলায়মান (আলাইহিস সালাম) হঠাৎ মারা যান।
[১] এ অবশ্য কাফিরদের ক্ষেত্রে। পক্ষান্তরে, মুমিনদের জন্য এ রহমতস্বরূপ। কেননা, মুমিন সব সময় মৃত্যুর জন্য তৈরী থাকে। হযরত ইবরাহীম (আলাইহিস সালাম) দাউদ ও সুলায়মান (আলাইহিস সালাম) হঠাৎ মারা যান।
باب مَوْتِ الْفَجْأَةِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، أَوْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ السُّلَمِيِّ، - رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَرَّةً عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ قَالَ مَرَّةً عَنْ عُبَيْدٍ - قَالَ " مَوْتُ الْفَجْأَةِ أَخْذَةُ أَسَفٍ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: