কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১২. শিকারের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৮৫০
আন্তর্জাতিক নং: ২৮৫৯ - ২৮৬০
১০২. শিকারের পশ্চদ্ধাবন করা প্রসঙ্গে।
২৮৫০. মুসাদ্দাদ (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ রাবী সুফিয়ান (রাযিঃ) একদা বলেনঃ আমি এটি কেবল নবী (ﷺ) থেকে জানতে পেরেছি যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি জঙ্গলে থাকে তার দিল শক্ত হয়ে যায়। আর যে ব্যক্তি শিকারের পিছনে লেগে থাকে, সে (ইবাদতে) গাফিল হয়ে যায় এবং যে ব্যক্তি বাদশাহের নিকটে যাতায়াত করে, সে অবশ্যই কোন না কোন কারণে বিপদে পড়বে।
আবু হুরাইরাহ থেকে নবী (ﷺ) সূত্রে পূর্বোক্ত হাদীসে অনুরূপ বর্ণিত। তিনি বলেনঃ রাজা-বাদশার সাথে নিরবিচ্ছিন্ন সম্পর্ক স্থাপনকারী বিপদগ্রস্ত হয়। আর যে বান্দা রাজার সাথে অধিক ঘনিষ্ঠ হয় সে আল্লাহ থেকে ততোই দূরে সরে যেতে থাকে।
আবু হুরাইরাহ থেকে নবী (ﷺ) সূত্রে পূর্বোক্ত হাদীসে অনুরূপ বর্ণিত। তিনি বলেনঃ রাজা-বাদশার সাথে নিরবিচ্ছিন্ন সম্পর্ক স্থাপনকারী বিপদগ্রস্ত হয়। আর যে বান্দা রাজার সাথে অধিক ঘনিষ্ঠ হয় সে আল্লাহ থেকে ততোই দূরে সরে যেতে থাকে।
باب فِي اتِّبَاعِ الصَّيْدِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو مُوسَى، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم - وَقَالَ مَرَّةً سُفْيَانُ وَلاَ أَعْلَمُهُ إِلاَّ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم - وَقَالَ " مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ وَمَنْ أَتَى السُّلْطَانَ افْتُتِنَ " .
حَدَّثنا مُحَمَّدُ بْنُ عِيسَى, حَدَّثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ, حَدَّثنا الْحَسَنُ بْنُ الْحَكَمِ النَّخَعِيُّ, عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ, عَنْ شَيْخٍ مِنَ الأَنْصَارِ, عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ, بِمَعْنَى مُسَدَّدٍ, قَالَ: وَمَنْ لَزِمَ السُّلْطَانَ افْتُتِنَ, زَادَ : وَمَا ازْدَادَ عَبْدٌ مِنَ السُّلْطَانِ دُنُوًّا, إِلاَّ ازْدَادَ مِنَ اللهِ بُعْدًا
حَدَّثنا مُحَمَّدُ بْنُ عِيسَى, حَدَّثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ, حَدَّثنا الْحَسَنُ بْنُ الْحَكَمِ النَّخَعِيُّ, عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ, عَنْ شَيْخٍ مِنَ الأَنْصَارِ, عَنْ أَبِي هُرَيْرَةَ, عَنِ النَّبِيِّ صَلى الله عَلَيهِ وَسَلمَ, بِمَعْنَى مُسَدَّدٍ, قَالَ: وَمَنْ لَزِمَ السُّلْطَانَ افْتُتِنَ, زَادَ : وَمَا ازْدَادَ عَبْدٌ مِنَ السُّلْطَانِ دُنُوًّا, إِلاَّ ازْدَادَ مِنَ اللهِ بُعْدًا

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২৮৫১
আন্তর্জাতিক নং: ২৮৬১
১০২. শিকারের পশ্চদ্ধাবন করা প্রসঙ্গে।
২৮৫১. ইয়াহয়া ইবনে মু‘ঈন (রাহঃ) .... আবু ছা‘লাবা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। যদি তুমি শিকারের উদ্দেশ্যে তীর নিক্ষেপ কর, আর তা তুমি তিনদিন তিনরাত পরে পাও এবং তোমার তীর সে পশুর দেহে বিদ্ধ থাকে তবে তুমি তা ভক্ষণ করতে পারবে, যে পর্যন্ত না তা থেকে পঁচা দুর্গন্ধ নির্গত হয়।
باب فِي اتِّبَاعِ الصَّيْدِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ خَالِدٍ الْخَيَّاطُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا رَمَيْتَ الصَّيْدَ فَأَدْرَكْتَهُ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ وَسَهْمُكَ فِيهِ فَكُلْهُ مَا لَمْ يُنْتِنْ " .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: