কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৯. জিহাদের বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২৬৯৭
আন্তর্জাতিক নং: ২৭০৬
৩৩. দারুল - হরব (শত্রু -দেশ) থেকে খাদ্যশস্য আনা।
২৬৯৭. সা‘ঈদ ইবনে মনসুর (রাহঃ) ...... আব্দুর রহমান (রাহঃ) নবী (ﷺ) এর নবী জনৈক সাহাবী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ যুদ্ধের সময় আমরা উট নহর (যবেহ) করে খেতাম এবং তা বণ্টণ করতাম না। এমন কি আমরা যখন আমাদের তাঁবুতে ফিরে আসতাম, তখনও আমাদের উটের পিঠের উপরের থলিগুলো গোশতে ভরপুর থাকত।
باب فِي حَمْلِ الطَّعَامِ مِنْ أَرْضِ الْعَدُوِّ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ ابْنَ حَرْشَفٍ الأَزْدِيَّ، حَدَّثَهُ عَنِ الْقَاسِمِ، مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ عَنْ بَعْضِ، أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ كُنَّا نَأْكُلُ الْجَزْرَ فِي الْغَزْوِ وَلاَ نَقْسِمُهُ حَتَّى إِنْ كُنَّا لَنَرْجِعُ إِلَى رِحَالِنَا وَأَخْرِجَتُنَا مِنْهُ مُمْلاَةٌ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: