কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৯. জিহাদের বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৬০৭
আন্তর্জাতিক নং: ২৬১৫
জিহাদের বিধানাবলী
৩৬০. শত্রুর অঞ্চলে অগ্নি সংযোগ.
২৬০৭. কুতায়বা ইবনে সাঈদ .... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) (নির্দেশ দিয়ে ইয়াহুদী গোত্র) বনী নযীর এর খেজুরের বাগান জ্বালিয়ে দিয়েছিলেন। তাদের পানির কূপ ধ্বংস ও বৃক্ষলতাদি ফসলসহ কর্তন করেছিলেন। তখন মহান আল্লাহ্ তাআলা (مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا) আয়াতটি নাযিল করেন।
كتاب الجهاد
باب فِي الْحَرْقِ فِي بِلاَدِ الْعَدُوِّ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ وَهِيَ الْبُوَيْرَةُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ( مَا قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا ).
হাদীস নং: ২৬০৮
আন্তর্জাতিক নং: ২৬১৬
জিহাদের বিধানাবলী
৩৬০. শত্রুর অঞ্চলে অগ্নি সংযোগ.
২৬০৮. হান্নাদ ইবনে সারী ..... উসামা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর নিকট হতে প্রতিশ্রুতি নিয়েছিলেন জেরুযালেমে অবস্থিত উবনা নামক স্থানে আক্রমণ করার জন্য আর বলেছিলেন, আগামীকাল প্রত্যুষে উবনা এর উপর অতর্কিত আক্রমণ করে তথায় অগ্নি সংযোগ কর।
كتاب الجهاد
باب فِي الْحَرْقِ فِي بِلاَدِ الْعَدُوِّ
حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ صَالِحِ بْنِ أَبِي الأَخْضَرِ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ عُرْوَةُ فَحَدَّثَنِي أُسَامَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عَهِدَ إِلَيْهِ فَقَالَ " أَغِرْ عَلَى أُبْنَى صَبَاحًا وَحَرِّقْ " .
হাদীস নং: ২৬০৯
আন্তর্জাতিক নং: ২৬১৭
জিহাদের বিধানাবলী
৩৬০. শত্রুর অঞ্চলে অগ্নি সংযোগ.
২৬০৯. উবাইদুল্লাহ্ ইবনে আমর আল গাযযী (রাহঃ) হতে বর্ণিত যে, তিনি শুনেছেন আবু মুসহারকে উবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেনঃ আমরা জানি যে, সে উবনা ফিলিস্তিনে অর্থাৎ সিরিয়ায়।
كتاب الجهاد
باب فِي الْحَرْقِ فِي بِلاَدِ الْعَدُوِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو الْغَزِّيُّ، سَمِعْتُ أَبَا مُسْهِرٍ، قِيلَ لَهُ أُبْنَى . قَالَ نَحْنُ أَعْلَمُ هِيَ يُبْنَى فِلَسْطِينَ .
tahqiq

তাহকীক:

rabi
বর্ণনাকারী: