কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৯. জিহাদের বিধানাবলী - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৫৯২
আন্তর্জাতিক নং: ২৬০০
৩৪৯. বিদায়কালীন দুআ।
২৫৯২. মুসাদ্দাদ ..... কাযাআ (রাহঃ) বলেন, আমাকে ইবনে উমর (রাযিঃ) বললেনঃ চলো, তোমাকে সেভাবে বিদায় দান করি যেভাবে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বিদায় দিয়েছিলেন। এরপর এ দুআ পাঠ করলেন (أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ) (অর্থ) তোমার দীন, তোমার আমানত এবং তোমার শেষ সময়ের আমল আল্লাহ নিকট সোর্পদ করলাম (তিনি এর হিফাযত করবেন।)
باب فِي الدُّعَاءِ عِنْدَ الْوَدَاعِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَرِيرٍ، عَنْ قَزَعَةَ، قَالَ قَالَ لِي ابْنُ عُمَرَ هَلُمَّ أُوَدِّعْكَ كَمَا وَدَّعَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ " .
হাদীস নং:২৫৯৩
আন্তর্জাতিক নং: ২৬০১
৩৪৯. বিদায়কালীন দুআ।
২৫৯৩. আল্ হাসান ইবনে আলী .... আব্দুল্লাহ্ ইবনে ইয়াযীদ আল খুতামি বলেন, নবী করীম (ﷺ) যখন সৈন্য বাহিনীকে বিদায় দিতে চাইতেন তখন বলতেনঃ ″আমি আল্লাহর নিকট তোমাদের দীন, আমানাত ও সর্বশেষ আমলের হেফাযতের দু'আ করছি।″
باب فِي الدُّعَاءِ عِنْدَ الْوَدَاعِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ السَّيْلَحِينِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي جَعْفَرٍ الْخَطْمِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ الْخَطْمِيِّ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَرَادَ أَنْ يَسْتَوْدِعَ الْجَيْشَ قَالَ " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكُمْ وَأَمَانَتَكُمْ وَخَوَاتِيمَ أَعْمَالِكُمْ " .