কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৮. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪৫৭
আন্তর্জাতিক নং: ২৪৬৫
২৬৮. ই’তিকাফ কোথায় করতে হবে।
২৪৫৭. সুলাইমান ইবনে দাউদ .... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) রমযান মাসের শেষ দশক ই‘তিকাফ করেন। নাফে’ বলেন, আমাকে আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ) মসজিদের ঐ স্থানটি দেখান, যেখানে রাসূলুল্লাহ্ (ﷺ) ই‘তিকাফ করতেন।
باب أَيْنَ يَكُونُ الاِعْتِكَافُ
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، أَنَّ نَافِعًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ . قَالَ نَافِعٌ وَقَدْ أَرَانِي عَبْدُ اللَّهِ الْمَكَانَ الَّذِي يَعْتَكِفُ فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْمَسْجِدِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:২৪৫৮
আন্তর্জাতিক নং: ২৪৬৬
২৬৮. ই’তিকাফ কোথায় করতে হবে।
২৪৫৮. হান্নাদ ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) প্রতি রমযানে, দশদিন ই‘তিকাফ করতেন। এরপর তাঁর ইন্তিকালের বছর তিনি বিশদিন ই‘তিকাফ করেন।
باب أَيْنَ يَكُونُ الاِعْتِكَافُ
حَدَّثَنَا هَنَّادٌ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ كُلَّ رَمَضَانَ عَشَرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান