কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৮. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:২৪০৬
আন্তর্জাতিক নং: ২৪১৪
২৩৭. রোযাদার ব্যক্তি কী পরিমাণ দূরত্ব অতিক্রম করলে রোযা না রেখে পানাহার করবে।
২৪০৬. মুসাদ্দাদ .... নাফি’ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) যখন গাবা নামক স্থানের দিকে রওয়ানা হতেন, তখন তিনি ইফতার (রোযা ভঙ্গ) করতেন না, আর নামাযও কসর করতেন না।
باب قَدْرِ مَسِيرَةِ مَا يُفْطِرُ فِيهِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَخْرُجُ إِلَى الْغَابَةِ فَلاَ يُفْطِرُ وَلاَ يَقْصُرُ .