কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৮. রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩২৮
আন্তর্জাতিক নং: ২৩৩৫
রোযার অধ্যায়
২০৪. যারা শা’বানের রোযাকে রমযানের রোযার সাথে মিশ্রিত করেন।
২৩২৮. মুসলিম ইবনে ইবরাহীম ...... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) ইরশাদ করেছেনঃ তোমরা রমযানের আগমনের পূর্বে তার রোযাকে একদিন বা দু‘দিন এগিয়ে নিও না। অবশ্য যদি কেউ ঐ দিন (শা‘বানের শেষ তারিখে) রোযা রাখতে অভ্যস্ত থাকে, তবে সে যেন ঐ রোযা রাখে।
كتاب الصوم
باب فِيمَنْ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَقَدَّمُوا صَوْمَ رَمَضَانَ بِيَوْمٍ وَلاَ يَوْمَيْنِ إِلاَّ أَنْ يَكُونَ صَوْمًا يَصُومُهُ رَجُلٌ فَلْيَصُمْ ذَلِكَ الصَّوْمَ " .
হাদীস নং: ২৩২৯
আন্তর্জাতিক নং: ২৩৩৬
রোযার অধ্যায়
২০৪. যারা শা’বানের রোযাকে রমযানের রোযার সাথে মিশ্রিত করেন।
২৩২৯. আহমদ ইবনে হাম্বল ..... উম্মে সালামা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) কোন বছর-ই রমযানের নিকটবর্তী শা‘বান মাস ব্যতীত অন্য কোন মাস পূর্ণ রোযা রাখতেন না।
كتاب الصوم
باب فِيمَنْ يَصِلُ شَعْبَانَ بِرَمَضَانَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ تَوْبَةَ الْعَنْبَرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ لَمْ يَكُنْ يَصُومُ مِنَ السَّنَةِ شَهْرًا تَامًّا إِلاَّ شَعْبَانَ يَصِلُهُ بِرَمَضَانَ .