কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৭. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:২২০১
আন্তর্জাতিক নং: ২২০৪
১৫৭. যদি কোন স্বামী তার স্ত্রীকে বলে, ’’তোমার ব্যাপার তোমার হাতে’’।
২২০১. আল্ হাসান আলী ..... হাম্মাদ ইবনে যায়দ (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি আইয়ুবকে বলি, তোমরা কি হাসান বর্ণিত ঐ হাদীসটি সম্পর্কে কেউ জ্ঞাত আছ? তোমার ব্যাপার তোমার হাতে? তিনি বলেন, না। তবে কাতাদা ......... আবু হুরায়রা (রাযিঃ) হতে, তিনি নবী করীম (ﷺ) হতে এরূপ হাদীস বর্ণনা করেছেন।
باب فِي أَمْرُكِ بِيَدِكِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، قَالَ قُلْتُ لأَيُّوبَ هَلْ تَعْلَمُ أَحَدًا قَالَ بِقَوْلِ الْحَسَنِ فِي أَمْرُكِ بِيَدِكِ . قَالَ لاَ إِلاَّ شَىْءٌ حَدَّثَنَاهُ قَتَادَةُ عَنْ كَثِيرٍ مَوْلَى ابْنِ سَمُرَةَ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ قَالَ أَيُّوبُ فَقَدِمَ عَلَيْنَا كَثِيرٌ فَسَأَلْتُهُ فَقَالَ مَا حَدَّثْتُ بِهَذَا قَطُّ فَذَكَرْتُهُ لِقَتَادَةَ فَقَالَ بَلَى وَلَكِنَّهُ نَسِيَ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:২২০২
আন্তর্জাতিক নং: ২২০৫
১৫৭. যদি কোন স্বামী তার স্ত্রীকে বলে, ’’তোমার ব্যাপার তোমার হাতে’’।
২২০২. মুসলিম ইবনে ইবরাহীম ..... হাসান (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘‘তোমার ব্যাপার তোমার হাতে’’ এর দ্বারা তিন তালাকের নিয়ত করলে, তিন তালাক বর্তাবে।
باب فِي أَمْرُكِ بِيَدِكِ
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، فِي أَمْرُكِ بِيَدِكِ . قَالَ ثَلاَثٌ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: