কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
৭. তালাক - ডিভোর্স অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২১৯২
আন্তর্জাতিক নং: ২১৯৪
তালাক - ডিভোর্স অধ্যায়
১৫৩. হাসি-ঠাট্টাচ্ছলে তালাক প্রদান।
২১৯২. আল্ কা‘নবী ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেনঃ তিনটি বিষয় এমন রয়েছে যা মনেপ্রাণে করা হোক অথবা ঠাট্টাচ্ছলে করা হোক, তা কার্যকর হবে।
তাহলোঃ বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার।
তাহলোঃ বিবাহ, তালাক ও তালাক প্রত্যাহার।
كتاب الطلاق
باب الطَّلاَقِ عَلَى الْهَزْلِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " .
তাহকীক: