কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৮৩২
আন্তর্জাতিক নং: ১৮৩২
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৩১. মুহরিম ব্যক্তির যুদ্ধাস্ত্র বহন।
১৮৩২. আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) ..... আবু ইসহাক (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারাআ’ (রাযিঃ)-কে বলতে শুনেছি রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কার কুরাইশদের সঙ্গে হুদায়বিয়ার সন্ধি করেন তখন তাদের সাথে এই শর্তে সন্ধি হয় যে, নবী করীম (ﷺ) এবং তাঁর সাহাবীগণ মক্কায় প্রবেশকালে কোষবদ্ধ তরবারি ব্যতীত আর কিছুই সঙ্গে আনতে পারবে না। আমি তাঁকে ‘জালবানুস সিলাহ’ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তা হলো খাপবদ্ধ তরবারি।
كتاب المناسك
باب الْمُحْرِمِ يَحْمِلُ السِّلاَحَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ، يَقُولُ لَمَّا صَالَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَهْلَ الْحُدَيْبِيَةِ صَالَحَهُمْ عَلَى أَنْ لاَ يَدْخُلُوهَا إِلاَّ بِجُلْبَانِ السِّلاَحِ فَسَأَلْتُهُ مَا جُلْبَانُ السِّلاَحِ قَالَ الْقِرَابُ بِمَا فِيهِ .