কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১১৯৮
আন্তর্জাতিক নং: ১১৯৮
২৭৫. মুসাফিরের নামায।
১১৯৮. আল কানবী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সফরে ও আবাসে দুই দুই রাকআত নামাযই ফরয করা হয়েছিল। অতঃপর সফরের সময়ের নামায ঠিক রাখা হয়েছে এবং আবাসের নামায বৃদ্ধি করা হয়েছে (তিন এবং চার রাকআতে)।*

* বাড়িতে অবস্থানকে 'হযর' আর বাড়ি হতে দুরের যাত্রাকে 'সফর' বলা হয়। ৪৮ মাইল হতে অধিক দুরত্বের যাত্রায় ফরয নামায চার রাকআতের স্থলে দুই রাকআত কসর (সংক্ষেপ) করে পড়তে হয়। মিরাজ রজনীতে সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাযই দুই দুই রাকআত করে ফরয করা হয়। পরে পূর্ববর্তী নবীদের অনুকরণে হযর অবস্থায় আসর ও ইশার ফরয নামায চার রাকআতে এবং মাগরিব তিন রাকআতে উন্নীত করা হয়। সফরের সময়ে ঐ বর্ধিত নামাযটিই বাদ দেওয়া হয়েছে। মাগরিবের তিন রাকআত সফরেও বহাল রয়েছে। - অনুবাদক
باب صَلاَةِ الْمُسَافِرِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ فُرِضَتِ الصَّلاَةُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ .
হাদীস নং:১১৯৯
আন্তর্জাতিক নং: ১১৯৯
২৭৫. মুসাফিরের নামায।
১১৯৯. আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) ..... ইয়ালা ইবনে উমাইয়া (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি উমর ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে বললাম, বর্তমানে লোকেরা নামায কসর (সংক্ষেপ) করছে, অথচ আল্লাহর নির্দেশঃ ″যদি তোমরা কাফিরদের হামলার আশঙ্কা কর তবে তোমরা নামায কসর হিসেবে আদায় করতে পার″। বর্তমানে ঐ সময় অতিবাহিত হয়েছে। তখন উমর (রাযিঃ) বলেন, তুমি যাতে বিস্ময় প্রকাশ করছ, এ ব্যাপারে আমিও বিস্মিত হয়েছিলাম। আমি এ ব্যপারে রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তা আল্লাহর তরফ হতে তোমাদের জন্য সাদ্‌কাস্বরূপ। কাজেই তোমরা তাঁর দান গ্রহণ কর।
باب صَلاَةِ الْمُسَافِرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، ح وَحَدَّثَنَا خُشَيْشٌ، - يَعْنِي ابْنَ أَصْرَمَ - حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عَمَّارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، قَالَ قُلْتُ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ أَرَأَيْتَ إِقْصَارَ النَّاسِ الصَّلاَةَ وَإِنَّمَا قَالَ تَعَالَى ( إِنْ خِفْتُمْ أَنْ يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا ) فَقَدْ ذَهَبَ ذَلِكَ الْيَوْمُ . فَقَالَ عَجِبْتُ مِمَّا عَجِبْتَ مِنْهُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " صَدَقَةٌ تَصَدَّقَ اللَّهُ بِهَا عَلَيْكُمْ فَاقْبَلُوا صَدَقَتَهُ " .
হাদীস নং:১২০০
আন্তর্জাতিক নং: ১২০০
২৭৫. মুসাফিরের নামায।
১২০০. আহমাদ ইবনে হাম্বল (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে আবু আম্মার (রাহঃ) হতে বর্ণিত। তিনি পূর্ববর্তী হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
باب صَلاَةِ الْمُسَافِرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، وَمُحَمَّدُ بْنُ بَكْرٍ، قَالاَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي عَمَّارٍ، يُحَدِّثُ فَذَكَرَهُ نَحْوَهُ . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ أَبُو عَاصِمٍ وَحَمَّادُ بْنُ مَسْعَدَةَ كَمَا رَوَاهُ ابْنُ بَكْرٍ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

rabi
বর্ণনাকারী: