কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৯৯৫
আন্তর্জাতিক নং: ৯৯৫
১৯৪. বৈঠক সংক্ষেপ করা।
৯৯৫. হাফস ইবনে উমর (রাহঃ) .... আবু উবাইদা (রাহঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি (পিতা ইবনে মাসউদ) বলেন, নবী করীম (ﷺ) প্রথম দুই রাকআত নামাযের পর বৈঠক এত সংক্ষেপ করেন যে, মনে হচ্ছিল তিনি যেন কোন গরম পাথর বা পাথরের টুকরার উপর বসেছিলেন।
باب فِي تَخْفِيفِ الْقُعُودِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ . قَالَ قُلْتُ حَتَّى يَقُومَ قَالَ حَتَّى يَقُومَ .