কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
২. নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৮৪২
আন্তর্জাতিক নং: ৮৪২
১৪৮. প্রথম ও তৃতীয় রাকআতের পর দাঁড়ানোর নিয়ম।
৮৪২. মুসাদ্দাদ ..... আবু কিলাবা হতে বর্ণিত। তিনি বলেনঃ একদা আবু সুলাইমান মালিক ইবনুল হুআয়রিছ (রাযিঃ) আমাদের মসজিদে এসে বলেন, আল্লাহর শপথ! আমি নামায আদায়ের মাধ্যমে তোমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ) যে পদ্ধতিতে নামায আদায় করতেন তা প্রদর্শন করতে চাই। রাবী বলেনঃ অতঃপর আমি আবু কিলাবাকে বলি, তিনি কিভাবে নামায আদায় করতেন? জবাবে তিনি বলেনঃ আমাদের শায়েখ আমর ইবনে সালামা (রাহঃ) এর নামাযের ন্যায়, যিনি তাদের ইমাম ছিলেন। বর্ণনা প্রসঙ্গে রাবী আরো বলেছেনঃ তিনি যখন প্রথম রাকআতের শেষ সিজদা হতে মাথা উঠাতেন তখন একটু বসে অতঃপর দণ্ডায়মান হতেন।
باب النُّهُوضِ فِي الْفَرْدِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ - عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ جَاءَنَا أَبُو سُلَيْمَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ إِلَى مَسْجِدِنَا فَقَالَ وَاللَّهِ إِنِّي لأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاَةَ وَلَكِنِّي أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي . قَالَ قُلْتُ لأَبِي قِلاَبَةَ كَيْفَ صَلَّى قَالَ مِثْلَ صَلاَةِ شَيْخِنَا هَذَا يَعْنِي عَمْرَو بْنَ سَلِمَةَ إِمَامَهُمْ وَذَكَرَ أَنَّهُ كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الآخِرَةِ فِي الرَّكْعَةِ الأُولَى قَعَدَ ثُمَّ قَامَ .
হাদীস নং:৮৪৩
আন্তর্জাতিক নং: ৮৪৩
১৪৮. প্রথম ও তৃতীয় রাকআতের পর দাঁড়ানোর নিয়ম।
৮৪৩. যিয়াদ ইবনে আইয়ুব .... আবু কিলাবা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আবু সুলাইমান মালিক ইবনুল-হুআয়রিছ (রাযিঃ) একদা আমাদের মসজিদে আগমন করে বলেন, আল্লাহর শপথ! আমি তোমাদেরকে নামায আদায়ের মাধ্যমে রাসূলুল্লাহ্ (ﷺ)কে যেভাবে নামায আদায় করতে দেখেছি তা প্রদর্শন করতে চাই। রাবী বলেনঃ অতঃপর তিনি প্রথম রাকআতের দ্বিতীয় সিজদা হতে মাথা উত্তোলন করে একটু বসেন।
باب النُّهُوضِ فِي الْفَرْدِ
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ جَاءَنَا أَبُو سُلَيْمَانَ مَالِكُ بْنُ الْحُوَيْرِثِ إِلَى مَسْجِدِنَا فَقَالَ وَاللَّهِ إِنِّي لأُصَلِّي وَمَا أُرِيدُ الصَّلاَةَ وَلَكِنِّي أُرِيدُ أَنْ أُرِيَكُمْ كَيْفَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي . قَالَ فَقَعَدَ فِي الرَّكْعَةِ الأُولَى حِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ السَّجْدَةِ الآخِرَةِ .
হাদীস নং:৮৪৪
আন্তর্জাতিক নং: ৮৪৪
১৪৮. প্রথম ও তৃতীয় রাকআতের পর দাঁড়ানোর নিয়ম।
৮৪৪. মুসাদ্দাদ ..... মালিক ইবনুল হুআয়রিছ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি রাসূল (ﷺ)কে তার নামাযের বেজোড় রাকাতগুলোতে দ্বিতীয় সাজদা হতে ওঠে সামান্য বসে তারপর দাঁড়াতে দেখেছেন।
باب النُّهُوضِ فِي الْفَرْدِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلاَتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا .