কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১. পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩০৯
আন্তর্জাতিক নং: ৩০৯
পাক-পবিত্রতার অধ্যায়
১২০. ইস্তেহাযাগ্রস্ত মহিলার সাথে সঙ্গম করা সম্পর্কে।
৩০৯. ইবরাহীম ইবনে খালিদ ..... আশ-শায়বানী ইকরিমা হতে বর্ণনা করেন। উম্মে হাবীবা (রাযিঃ) ইস্তেহাযাগ্রস্ত থাকা অবস্থায় তাঁর স্বামী তাঁর সাথে সঙ্গম করতেন।
كتاب الطهارة
باب الْمُسْتَحَاضَةِ يَغْشَاهَا زَوْجُهَا
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، عَنْ عَلِيِّ بْنِ مُسْهِرٍ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنْ عِكْرِمَةَ، قَالَ كَانَتْ أُمُّ حَبِيبَةَ تُسْتَحَاضُ فَكَانَ زَوْجُهَا يَغْشَاهَا . قَالَ أَبُو دَاوُدَ وَقَالَ يَحْيَى بْنُ مَعِينٍ مُعَلَّى ثِقَةٌ . وَكَانَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ لاَ يَرْوِي عَنْهُ لأَنَّهُ كَانَ يَنْظُرُ فِي الرَّأْىِ .
তাহকীক:
হাদীস নং: ৩১০
আন্তর্জাতিক নং: ৩১০
পাক-পবিত্রতার অধ্যায়
১২০. ইস্তেহাযাগ্রস্ত মহিলার সাথে সঙ্গম করা সম্পর্কে।
৩১০. আহমাদ ইবনে আবু সুরায়জ .... ইকরিমা (রাহঃ) হামনা বিনতে জাহাশ হতে বর্ণনা করেন যে, তিনি ইস্তেহাযাগ্রস্ত থাকাবস্থায় তাঁর স্বামী তাঁর সাথে সঙ্গম করতেন।
كتاب الطهارة
باب الْمُسْتَحَاضَةِ يَغْشَاهَا زَوْجُهَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي سُرَيْجٍ الرَّازِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَهْمِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي قَيْسٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ حَمْنَةَ بِنْتِ جَحْشٍ، أَنَّهَا كَانَتْ مُسْتَحَاضَةً وَكَانَ زَوْجُهَا يُجَامِعُهَا .
তাহকীক:
বর্ণনাকারী: