কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

كتاب السنن للإمام أبي داود

১. পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮২
আন্তর্জাতিক নং: ১৮২
৭১. এ ব্যাপারে রোখছাত (অব্যহতি) সম্পর্কে।
১৮২. মুসাদ্দাদ ..... কায়েস ইবনে তলক থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। একদা আমরা নবী (ﷺ)-এর নিকট গমন করি। এমন সময় সেখানে একজন গ্রাম্য লোক আগমন করে মহানবী (ﷺ)-কে জিজ্ঞাসা করে- হে আল্লাহর নবী! উযু করার পর যদি কোন ব্যক্তি নিজের পুরুষাঙ্গ স্পর্শ করে- তবে এ ব্যাপারে আপনার মতামত কি? রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ পুরুষাঙ্গ তো একটি গোশতের টুকরা অথবা গোশতের খণ্ড মাত্র।
باب الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُلاَزِمُ بْنُ عَمْرٍو الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَدِمْنَا عَلَى نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ مَا تَرَى فِي مَسِّ الرَّجُلِ ذَكَرَهُ بَعْدَ مَا يَتَوَضَّأُ فَقَالَ " هَلْ هُوَ إِلاَّ مُضْغَةٌ مِنْهُ " . أَوْ قَالَ - " بَضْعَةٌ مِنْهُ " . قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَابْنُ عُيَيْنَةَ وَجَرِيرٌ الرَّازِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ جَابِرٍ عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা
হাদীস নং:১৮৩
আন্তর্জাতিক নং: ১৮৩
৭১. এ ব্যাপারে রোখছাত (অব্যহতি) সম্পর্কে।
১৮৩. মুসাদ্দাদ .... কায়েস ইবনে তালক উপরোক্ত হাদীসের সনদ ও অর্থের অনুরূপ বর্ণনা করে বলেছেনঃ পুরুষাঙ্গ যদি নামাযের মধ্যে স্পর্শ করা হয়।*

*হানাফী মাযহাবের মতানুসারে পুরুষাঙ্গ স্পর্শ করলে উযু নষ্ট হবে না। - অনুবাদক
باب الرُّخْصَةِ فِي ذَلِكَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَابِرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، بِإِسْنَادِهِ وَمَعْنَاهُ وَقَالَ فِي الصَّلاَةِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

explanationহাদীসের ব্যাখ্যা