কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
كتاب السنن للإمام أبي داود
১. পাক-পবিত্রতার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১০১
আন্তর্জাতিক নং: ১০১
৪৮. উযুর পূর্বে বিসমিল্লাহ পাঠ সম্পর্কে।
১০১. কুতায়বা ইবনে সাঈদ .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ ঐ ব্যক্তির নামায আদায় হয় না যে সঠিক ভাবে উযু করে না এবং ঐ ব্যক্তির উযু হয় না যে আল্লাহর নাম স্মরণ করে না (অর্থাৎ বিসমিল্লাহ্ বলে না)।
باب التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، عَنْ يَعْقُوبَ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ صَلاَةَ لِمَنْ لاَ وُضُوءَ لَهُ وَلاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ تَعَالَى عَلَيْهِ " .
হাদীস নং:১০২
আন্তর্জাতিক নং: ১০২
৪৮. উযুর পূর্বে বিসমিল্লাহ পাঠ সম্পর্কে।
১০২. আহমাদ ইবনে উমর ..... আদ-দারাওয়ার্দী (রাহঃ) হতে বর্ণিত তিনি বলেছেন, রবীআ (রাহঃ) নবী (ﷺ)-এর হাদীস “ঐ ব্যক্তির উযু হয় না যে বিসমিল্লাহ্ বলে না” -এর ব্যাখ্যায় বলেনঃ যে ব্যক্তি উযু ও গোসলের সময়- নামাযের উযুর বা অপবিত্রতার গোসলের নিয়াত করে না- তার উযু ও গোসল হয় না।*
* শাফিঈ মাযহাব অনুযায়ী উযুর সময় বিসমিল্লাহ না পড়লে উযুই হয় না। কিন্তু হানাফী মাযহাব অনুসারে উযুর সময় বিসমিল্লাহ পড়া সুন্নত। যদি তা কেউ পরিত্যাগ করে, তবে সুন্নতের খেলাফ হবে; কিন্তু উযু শুদ্ধ হবে।
* শাফিঈ মাযহাব অনুযায়ী উযুর সময় বিসমিল্লাহ না পড়লে উযুই হয় না। কিন্তু হানাফী মাযহাব অনুসারে উযুর সময় বিসমিল্লাহ পড়া সুন্নত। যদি তা কেউ পরিত্যাগ করে, তবে সুন্নতের খেলাফ হবে; কিন্তু উযু শুদ্ধ হবে।
باب التَّسْمِيَةِ عَلَى الْوُضُوءِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنِ الدَّرَاوَرْدِيِّ، قَالَ وَذَكَرَ رَبِيعَةُ أَنَّ تَفْسِيرَ، حَدِيثِ النَّبِيِّ صلى الله عليه وسلم " لاَ وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ " . أَنَّهُ الَّذِي يَتَوَضَّأُ وَيَغْتَسِلُ وَلاَ يَنْوِي وُضُوءًا لِلصَّلاَةِ وَلاَ غُسْلاً لِلْجَنَابَةِ .