আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৭৯০
আন্তর্জাতিক নং: ৩৭৯০
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯০। সুফইয়ান ইব্‌ন ওয়াকী (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের বিষয়ে আমার উম্মাতের মাঝে সবচাইতে দয়ালু ব্যক্তি হল আবু বাকর, আল্লাহর বিষয়ে সবচেয়ে কঠোর হল উমার, সবচেয়ে লজ্জাশীল হল উসমান ইবন আফফান, হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী হল মুআয ইবন জাবাল, ফারাইয সম্পর্কে সবচেয়ে প্রাজ্ঞ হল যায়দ ইবন ছাবিত, কিরআত সম্পর্কে বেশী জ্ঞানের অধিকারী হল উবাই ইবন কা'ব। প্রত্যেক উম্মতেরই একজন আমীন (বিশেষ আমানতদার) রয়েছে, এই উম্মতের আমীন হল আবু উবায়দা ইবনুল জাররাহ।
بَابُ مَنَاقِبِ مُعَاذِ بْنِ جَبَلٍ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَأُبَيٍّ بن كعب ، وَأَبِي عُبَيْدَةَ بْنِ الجَرَّاحِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ دَاوُدَ العَطَّارِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ، وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ بْنُ عَفَّانَ، وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَقْرَؤُهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ». «هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ قَتَادَةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» وَقَدْ رَوَاهُ أَبُو قِلَابَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ. «وَالمَشْهُورُ حَدِيثُ أَبِي قِلَابَةَ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭৯১
আন্তর্জাতিক নং: ৩৭৯১
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯১। মুহাম্মাদ ইন বাশশার র)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মাতের বিষয়ে আমার উম্মাতের মাঝে সবচাইতে দয়ালু ব্যক্তি হল আবু বাকর, আল্লাহর বিষয়ে সবচেয়ে কঠোর হল উমার, সবচেয়ে লজ্জাশীল হল উসমান ইবন আফফান, কিরআত সম্পর্কে বেশী জ্ঞানের অধিকারী হল উৰাই ইবন কা'ব, ফারাইয সম্পর্কে সবচেয়ে প্রাজ্ঞ হল যায়দ ইবন ছাবিত, হালাল ও হারাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী হল মুআয ইবন জাবাল। প্রত্যেক উম্মতেরই একজন আমীন (বিশেষ আমানতদার) রয়েছে, এই উম্মতের আমীন হল আবু উবায়দা ইবনুল জাররাহ।
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ بْنُ عَبْدِ المَجِيدِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ، وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ، وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ، وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَيُّ بْنُ كَعْبٍ، وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَعْلَمُهُمْ بِالحَلَالِ وَالحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ أَلَا وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭৯২
আন্তর্জাতিক নং: ৩৭৯২
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯২। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইব্‌ন কাব (রাযিঃ)-কে বলেছিলেন : আল্লাহ্ তা'আলা তোমাকে এ আয়াতটি তিলাওয়াত করে শুনাতে আমাকে নির্দেশ দিয়েছেন (সূরা বায়্যিনা ৯৮ : ১....)

উবাই (রাযিঃ) বললেন : আমার নাম বলেছেন?

নবী (ﷺ) বললেনঃ হ্যাঁ।

উবাই (রাযিঃ) তখন কেঁদে ফেললেন।
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ {لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا} [البينة: 1] " قَالَ: وَسَمَّانِي؟ قَالَ: «نَعَمْ»، فَبَكَى: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ نَحْوَهُ
হাদীস নং:৩৭৯৩
আন্তর্জাতিক নং: ৩৭৯৩
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... উবাই ইবন কা'ব (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) তাকে বলেছিলেনঃ আল্লাহ্ তা'আলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কুরআন পাঠ করে শুনাতে। এরপর তিনি (সূরা বায়্যিনা ৯৮) পাঠ করে শোনালেন।

তিনি আরো পাঠ করলেনঃ আল্লাহর কাছে একমাত্র দীন হল একনিষ্ঠ আল্লাহ্ সমর্পিত দীন। ইয়াহুদীবাদ নয়, খৃষ্টবাদও নয়, অগ্নি-উপাসনাবাদও নয়। যে ব্যক্তি ভাল করবে, তা কখনো অস্বীকার করা হবে না।

তিনি আরো পাঠ করলেনঃ কোন আদম সন্তানের জন্য যদি এক উপত্যাকাপূর্ণ সম্পদও হয়, তবুও সে অবশ্যই দ্বিতীয়টির কামনা করবে। যদি দ্বিতীয়টিও তার হয়, তবুও সে অবশ্যই তৃতীয়টির কামনা করবে। মাটি ছাড়া আদম সন্তানের উদর আর কিছুই পূর্ণ করতে পারবে না। আর আল্লাহ্ যাকে ফেরানোর, তাকে ফিরাবেন।
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، قَال: سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ يُحَدِّثُ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لَهُ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ فَقَرَأَ عَلَيْهِ لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ فَقَرَأَ فِيهَا: إِنَّ ذَاتَ الدِّينِ عِنْدَ اللهِ الْحَنِيفِيَّةُ الْمُسْلِمَةُ لاَ الْيَهُودِيَّةُ، وَلاَ النَّصْرَانِيَّةُ، مَنْ يَعْمَلْ خَيْرًا فَلَنْ يُكْفَرَهُ، وَقَرَأَ عَلَيْهِ: وَلَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ مَالٍ لاَبْتَغَى إِلَيْهِ ثَانِيًا، وَلَوْ كَانَ لَهُ ثَانِيًا لاَبْتَغَى إِلَيْهِ ثَالِثًا، وَلاَ يَمْلَأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ.
قَالَ أَبُو عِيسَى: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ.
رَوَاهُ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، أَنّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ (1).
وَقَدْ رَوَى قَتَادَةُ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأُبَيٍّ: إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭৯৪
আন্তর্জাতিক নং: ৩৭৯৪
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯৪। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে কুরআন সংকলন করেছিলেন চারজন। এঁরা সকলেই ছিলেন আনসারী। তাঁরা হলেনঃ উবাই ইবন কা'ব, মুআয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত এবং আবু যায়দ (রাযিঃ)।

রাবী কাতাদা (রাহঃ) বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বললামঃ আবু যায়দ কে? তিনি বললেনঃ আমার এক চাচা।
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: " جَمَعَ القُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعَةٌ كُلُّهُمْ مِنَ الأَنْصَارِ: أُبَيُّ بْنُ كَعْبٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ " قَالَ: قُلْتُ لِأَنَسٍ: مَنْ أَبُو زَيْدٍ؟ قَالَ: «أَحَدُ عُمُومَتِي»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭৯৫
আন্তর্জাতিক নং: ৩৭৯৫
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯৫। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আবু বকর উত্তম লোক, উমার উত্তম লোক, আবু উবায়দা ইবনুল জাররাহ উত্তম লোক, উসায়দ উবন হুযায়র উত্তম লোক, ছাবিত ইবন কায়স ইবন শামমাস উত্তম লোক, মুয়ায ইবন জাবাল উত্তম লোক, মুআয ইবন আমর ইবন জামূহ ভাল লোক।
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ الرَّجُلُ أَبُو بَكْرٍ، نِعْمَ الرَّجُلُ عُمَرُ، نِعْمَ الرَّجُلُ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ، نِعْمَ الرَّجُلُ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، نِعْمَ الرَّجُلُ ثَابِتُ بْنُ قَيْسِ بْنِ شَمَّاسٍ، نِعْمَ الرَّجُلُ مُعَاذُ بْنُ جَبَلٍ، نِعْمَ الرَّجُلُ مُعَاذُ بْنُ عَمْرِو بْنِ الجَمُوحِ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ سُهَيْلٍ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭৯৬
আন্তর্জাতিক নং: ৩৭৯৬
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্‌ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯৬। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: (নাজরান সর্দার) আকিব ও সায়্যিদ নবী (ﷺ) এর কাছে এলেন। তারা বললেন : আমাদের সঙ্গে আপনার আমীন-কে প্রেরণ করুন। নবী (ﷺ) বললেনঃ আমি অবশ্যই একজন যথার্থ আমীন-কে তোমাদের সঙ্গে পাঠাব।

লোকেরা খুবই উৎসুক হয়ে উঠল। এরপর নবী (ﷺ) আবু উবায়দা (রাযিঃ)-কে প্রেরণ করেন। সিলাহ (রাহঃ)-এর সূত্রে আবু ইসহাক (রাহঃ) যখন এই হাদীসটি রিওয়ায়াত করতেন তখন বলতেন, ষাট বছর পূর্বে এটি আমি সিলাহ্ (রাহঃ) থেকে শুনেছি।
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، قَالَ: جَاءَ العَاقِبُ وَالسَّيِّدُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَا: ابْعَثْ مَعَنَا أَمِينَكَ، فَقَالَ: «فَإِنِّي سَأَبْعَثُ مَعَكُمْ أَمِينًا حَقَّ أَمِينٍ»، فَأَشْرَفَ لَهَا النَّاسُ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ قَالَ: وَكَانَ أَبُو إِسْحَاقَ، إِذَا حَدَّثَ بِهَذَا الحَدِيثِ عَنْ صِلَةَ، قَالَ: سَمِعْتُهُ مُنْذُ سِتِّينَ سَنَةً: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ، وَأَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান