আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৭৩৮
আন্তর্জাতিক নং: ৩৭৩৮
পরিচ্ছেদ : তালহা ইবন উবায়দুল্লাহ রাযিআল্লাহু আনহুর মর্যাদা ও গুণাবলী
৩৭৩৮। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ......... যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উহুদের দিন রাসূলুল্লাহ (ﷺ) -এর গায়ে দুটো বর্ম ছিল। তিনি একটি প্রস্তরখণ্ডের উপর উঠতে গেলেন। কিন্তু সম্ভব হল না। তখন তালহাকে তাঁর নীচে বসিয়ে নবী (ﷺ) এর উপরে উঠে গেলেন এবং পাথরটির উপর অধিষ্ঠিত হলেন। যুবায়র (রাযিঃ) বলেনঃ আমি নবীজীকে বলতে শুনেছি, তালহা (জান্নাত) অবধারিত করে নিল।
بَابُ مَنَاقِبِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ الزُّبَيْرِ، قَالَ: كَانَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ [ص:644] عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ أُحُدٍ دِرْعَانِ فَنَهَضَ إِلَى صَخْرَةٍ، فَلَمْ يَسْتَطِعْ فَأَقْعَدَ تَحْتَهُ طَلْحَةَ، فَصَعِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى اسْتَوَى عَلَى الصَّخْرَةِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَوْجَبَ طَلْحَةُ»: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৭৩৯
আন্তর্জাতিক নং: ৩৭৩৯
পরিচ্ছেদ : তালহা ইবন উবায়দুল্লাহ রাযিআল্লাহু আনহুর মর্যাদা ও গুণাবলী
৩৭৩৯। কুতায়বা (রাহঃ)... জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি: যমীনের উপর বিচরণরত একজন শহীদকে দেখতে যার আনন্দ হয়, সে যেন তালহা ইবন উবায়দুল্লাহকে দেখে।
باب مناقب طلحة بن عبيد الله رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ مُوسَى، عَنِ الصَّلْتِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ: قَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى شَهِيدٍ يَمْشِي عَلَى وَجْهِ الأَرْضِ فَلْيَنْظُرْ إِلَى طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ الصَّلْتِ، وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ العِلْمِ فِي الصَّلْتِ بْنِ دِينَارٍ وَضَعَّفَهُ، وَتَكَلَّمُوا فِي صَالِحِ بْنِ مُوسَى
হাদীস নং:৩৭৪০
আন্তর্জাতিক নং: ৩৭৪০
পরিচ্ছেদ : তালহা ইবন উবায়দুল্লাহ রাযিআল্লাহু আনহুর মর্যাদা ও গুণাবলী
৩৭৪০। আব্দুল কুদ্দুস ইবন মুহাম্মাদ আত্তার বসরী (রাহঃ) ......... মুসা ইবন তালহা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি একদিন মু'আবিয়া (রাযিঃ)-এর কাছে গেলাম। তিনি বললেনঃ তোমাকে একটা সুসংবাদ দিব কি? রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, যারা উদ্দেশ্য পূরণ করেছে, তালহা তাদের একজন।
باب مناقب طلحة بن عبيد الله رضي الله عنه
حَدَّثَنَا عَبْدُ القُدُّوسِ بْنُ مُحَمَّدٍ العَطَّارُ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، عَنْ إِسْحَاقَ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى مُعَاوِيَةَ، فَقَالَ: أَلَا أُبَشِّرُكَ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «طَلْحَةُ مِمَّنْ قَضَى نَحْبَهُ». هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ مُعَاوِيَةَ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান