আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
হাদীস নং: ৩৬৭৭
আন্তর্জাতিক নং: ৩৬৭৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৬৭৭। মাহমুদ ইব্ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক ব্যক্তি এককালে একটা গাভীর উপর আরোহণ করলে গাভীটি বলে উঠল : আমি তো এর জন্য সৃষ্টি হইনি। আমাকে তো সৃষ্টি করা হয়েছে ভূমিচাষের জন্য।
এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই বিষয়টি (গাভীর কথা বলা) আমি, আবু বাকর এবং উমার বিশ্বাস করি।
আবু সালামা (রাহঃ) বলেনঃ সে দিন আবু বাকর ও উমার (রাযিঃ) উপস্থিত লোকদের মাঝে ছিলেন না। আল্লাহ্ ভাল জানেন।
এরপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই বিষয়টি (গাভীর কথা বলা) আমি, আবু বাকর এবং উমার বিশ্বাস করি।
আবু সালামা (রাহঃ) বলেনঃ সে দিন আবু বাকর ও উমার (রাযিঃ) উপস্থিত লোকদের মাঝে ছিলেন না। আল্লাহ্ ভাল জানেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَمِعْتُ أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بَيْنَمَا رَجُلٌ رَاكِبٌ بَقَرَةً، إِذْ قَالَتْ: لَمْ أُخْلَقْ لِهَذَا، إِنَّمَا خُلِقْتُ لِلْحَرْثِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ» [ص:616] قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
তাহকীক:
হাদীস নং: ৩৬৭৮
আন্তর্জাতিক নং: ৩৬৭৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৬৭৮। মুহাম্মাদ ইব্ন হুমায়দ (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) আবু বাকর (রাযিঃ)-এর দরওয়াজা ব্যতীত (মসজিদে নববীতে প্রবেশের) অন্য সবার (বিশেষ) দরওয়াজাগুলো বন্ধ করে দিতে নির্দেশ দিয়েছিলেন।
এই বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি এই সূত্রে গারীব।
এই বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি এই সূত্রে গারীব।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُخْتَارِ، عَنْ إِسْحَاقَ بْنِ رَاشِدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَ بِسَدِّ الأَبْوَابِ إِلَّا بَابَ أَبِي بَكْرٍ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ " وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ
তাহকীক:
হাদীস নং: ৩৬৭৯
আন্তর্জাতিক নং: ৩৬৭৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৬৭৯। আনসারী (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, আবু বাকর (রাযিঃ) একদিন রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এলেন। তখন নবী (ﷺ) তাঁকে বললেন : আপনি হলেন আল্লাহর পক্ষ থেকে আতীক বা জাহান্নাম থেকে মুক্ত। সেই দিন থেকে তাঁর নাম হয়ে গেল আতীক।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا الأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ طَلْحَةَ، عَنْ عَمِّهِ إِسْحَاقَ بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَبَا بَكْرٍ، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَنْتَ عَتِيقُ اللَّهِ مِنَ النَّارِ» فَيَوْمَئِذٍ سُمِّيَ عَتِيقًا «هَذَا حَدِيثٌ غَرِيبٌ» وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ عَنْ مَعْنٍ، وَقَالَ: عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ عَائِشَةَ
তাহকীক:
হাদীস নং: ৩৬৮০
আন্তর্জাতিক নং: ৩৬৮০
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৬৮০। আবু সাঈদ আশাজ্জ (রাহঃ)... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক নবীরই আকাশবাসীদের থেকে দুইজন পরামর্শদাতা এবং দুনিয়াবাসীদের থেকে দুইজন পরামর্শদাতা থাকেন। আকাশবাসীদের থেকে আমার দুইজন পরামর্শদাতা হলেন জিবরাঈল এবং মিকাঈল (আ) আর দুনিয়াবাসীদের মধ্যে হলেন আবু বাকর ও উমার (রাযিঃ)।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا تَلِيدُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِي الجَحَّافِ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ نَبِيٍّ إِلَّا لَهُ وَزِيرَانِ مِنْ أَهْلِ السَّمَاءِ وَوَزِيرَانِ مِنْ أَهْلِ الأَرْضِ، فَأَمَّا وَزِيرَايَ مِنْ أَهْلِ السَّمَاءِ فَجِبْرِيلُ وَمِيكَائِيلُ، وَأَمَّا وَزِيرَايَ مِنْ أَهْلِ الأَرْضِ فَأَبُو بَكْرٍ وَعُمَرُ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ. وَأَبُو الجَحَّافِ اسْمُهُ: دَاوُدُ بْنُ أَبِي عَوْفٍ وَيُرْوَى عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ قَالَ: حَدَّثَنَا أَبُو الجَحَّافِ وَكَانَ مَرْضِيًّا
__________
__________
তাহকীক:
বর্ণনাকারী: