আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৬৫৫
আন্তর্জাতিক নং: ৩৬৫৫
পরিচ্ছেদঃ আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৫৫। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি সকল বন্ধুর খুল্লা (অন্তরের রন্ধ্রে রন্ধে যার প্রেম প্রবিষ্ট এমন বন্ধুত্ব) থেকে সম্পর্কহীন। আমি যদি কাউকে খালীল (অন্তরং্গ বন্ধু ) -রূপে গ্রহণ করতাম তবে আবু কুহাফাপুত্র (আবু বকর)-কেই সে হিসাবে গ্রহণ করতাম। তোমাদের এই সঙ্গী (নবীজী (ﷺ)) তো আল্লাহর খালীল।
بَابُ مَنَاقِبِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا الثَّوْرِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْرَأُ إِلَى كُلِّ خَلِيلٍ مِنْ خِلِّهِ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا لَاتَّخَذْتُ ابْنَ أَبِي قُحَافَةَ خَلِيلًا، وَإِنَّ صَاحِبَكُمْ لَخَلِيلُ اللَّهِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ أَبِي سَعِيدٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَابْنِ الزُّبَيْرِ، وَابْنِ عَبَّاسٍ

তাহকীক:
তাহকীক চলমান