আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ৩৬৪৩
আন্তর্জাতিক নং: ৩৬৪৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : নবুওয়াতের মোহর
৩৬৪৩। কুতায়বা (রাহঃ)... সাইব ইবন ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমার খালা আমাকে নিয়ে নবী (ﷺ)-এর কাছে গেলেন। বললেনঃ হে আল্লাহর রাসূল! আমার এই ভাগ্নেটি অসুস্থ। তখন তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দু'আ করলেন। তিনি উযূ করলেন। আমি তাঁর উত্তর পানি থেকে পান করলাম। পরে তাঁর পিছনে গিয়ে দাঁড়ালাম। তাঁর দুই কাঁধের মাঝে নবুওয়াতের মোহর দেখতে পেলাম। সেটি ছিল চাঁদোয়ার ঝালরের গোলকের মত।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
بَاب فِي خَاتَمِ النُّبُوَّةِ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ الجَعْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، يَقُولُ: ذَهَبَتْ بِي خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنَ أُخْتِي وَجِعٌ، «فَمَسَحَ بِرَأْسِي وَدَعَا لِي بِالبَرَكَةِ وَتَوَضَّأَ فَشَرِبْتُ مِنْ وَضُوئِهِ، فَقُمْتُ خَلْفَ ظَهْرِهِ فَنَظَرْتُ إِلَى الخَاتَمِ بَيْنَ كَتِفَيْهِ فَإِذَا هُوَ مِثْلُ زِرِّ الحَجَلَةِ»: " الزِّرُّ: يُقَالُ بَيْضٌ لَهَا " وَفِي البَابِ عَنْ سَلْمَانَ، وَقُرَّةَ بْنِ إِيَاسٍ المُزَنِيِّ، وَجَابِرِ بْنِ سَمُرَةَ، وَأَبِي رِمْثَةَ، وَبُرَيْدَةَ الأَسْلَمِيِّ، وَعَبْدِ اللَّهِ بْنِ سَرْجِسَ، وَعَمْرِو بْنِ أَخْطَبَ، وَأَبِي سَعِيدٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
তাহকীক:
বর্ণনাকারী:
হাদীস নং: ৩৬৪৪
আন্তর্জাতিক নং: ৩৬৪৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : নবুওয়াতের মোহর
৩৬৪৪। সাইদ ইবনে ইয়াকুব তালেকানী (রহঃ)... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মোহর অর্থাৎ যেটি তাঁর দুই কাঁধের মাঝে ছিল সেটি ছিল কবুতরের ডিমের মত একটি লোহিতাভ মাংসপিণ্ড।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في خاتم النبوة
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَعْقُوبَ الطَّالقَانِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: " كَانَ خَاتَمُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: - يَعْنِي الَّذِي بَيْنَ كَتِفَيْهِ - غُدَّةً حَمْرَاءَ مِثْلَ بَيْضَةِ الحَمَامَةِ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
তাহকীক: