আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৫৮৫
আন্তর্জাতিক নং: ৩৫৮৫
আরাফা দিবসের দুআ
৩৫৮৫. আবু আমর মুসলিম ইবনে উমর (রাহঃ) ..... আমর ইবনে শুআয়ব তৎপিতা, তৎপিতামহ থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ সর্বোত্তম দুআ হল আরাফা দিনের দুআ। আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছেন তাই সবচেয়ে মঙ্গলজনকঃ
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
হাদীসটি এই সূত্রে গারীব। হাম্মাদ ইবনে আবু হুমায়দ (রাহঃ) হলেন মুহাম্মাদ ইবনে আবু হুমায়দ। ইনি আবু ইবরাহীম আনসারী মাদানী। হাদীসবিদগণের মতে ইনি শক্তিশালী নন।
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
হাদীসটি এই সূত্রে গারীব। হাম্মাদ ইবনে আবু হুমায়দ (রাহঃ) হলেন মুহাম্মাদ ইবনে আবু হুমায়দ। ইনি আবু ইবরাহীম আনসারী মাদানী। হাদীসবিদগণের মতে ইনি শক্তিশালী নন।
باب فِي دُعَاءِ يَوْمِ عَرَفَةَ
حَدَّثَنَا أَبُو عَمْرٍو مُسْلِمُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ، عَنْ حَمَّادِ بْنِ أَبِي حُمَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " خَيْرُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ، وَخَيْرُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ": " هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَحَمَّادُ بْنُ أَبِي حُمَيْدٍ هُوَ: مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، وَهُوَ أَبُو إِبْرَاهِيمَ الأَنْصَارِيُّ المَدِينِيُّ وَلَيْسَ هُوَ بِالقَوِيِّ عِنْدَ أَهْلِ الحَدِيثِ (أَهْلِ العلم بالحَدِيثِ)

তাহকীক:
তাহকীক চলমান