আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:৩৫৮১
আন্তর্জাতিক নং: ৩৫৮১
লা হাওলা ওয়া কুওওয়াতা ইল্লা বিল্লাহ এর ফযীলত
৩৫৮১. আবু মুসা মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ..... কায়স ইবনে সা’দ ইবনে উবাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তাঁর পিতা (সা’দ ইবনে উবাদা) তাঁকে নবী (ﷺ) এর কাছে তাঁর খিদমতের জন্য সমর্পণ করেছিলেন। কায়স (রাযিঃ) বলেনঃ নবী (ﷺ) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্র নামায শেষ করেছি। তিনি আমাকে তাঁর কদম মুবারক দ্বারা আঘাত করলেন। বললেনঃ জান্নাতের দ্বারসমূহের একটি দ্বারের কথা আমি তোমাকে বলব কি? আমি বললামঃ অবশ্যই। তিনি বললেনঃ লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ।

হাদীসটি এই সূত্রে হাসান-সহীহ-গারীব।
باب فِي فَضْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ مَنْصُورَ بْنَ زَاذَانَ، يُحَدِّثُ عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، أَنَّ أَبَاهُ، دَفَعَهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَخْدُمُهُ . قَالَ فَمَرَّ بِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَدْ صَلَّيْتُ فَضَرَبَنِي بِرِجْلِهِ وَقَالَ " أَلاَ أَدُلُّكَ عَلَى بَابٍ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ " . قُلْتُ بَلَى . قَالَ " لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নং:৩৫৮২
আন্তর্জাতিক নং: ৩৫৮২
লা হাওলা ওয়া কুওওয়াতা ইল্লা বিল্লাহ এর ফযীলত
৩৫৮২. কুতাইবা ...... সাফওয়ান ইবনে সুলাইম হতে বর্ণিত। তিনি বলেন, কোন ফিরিশতাই ″লা হাওলা কু-ওয়াতা ইল্লা বিল্লাহ″ পাঠ না করে উর্ধ্বাকাশের দিকে গমন করে না।
باب فِي فَضْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، قَالَ مَا نَهَضَ مَلَكٌ مِنَ الأَرْضِ حَتَّى قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান