আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪৪২
আন্তর্জাতিক নং: ৩৪৪২
কাউকে বিদায় জানাতে গিয়ে কী দুআ পড়বে
৩৪৪২. আহমাদ ইবনে আবু উবাইদুল্লাহ সালীমী বসরী (রাহঃ) ...... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) কোন ব্যক্তিকে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষণ না নিজে নবী (ﷺ) এর হাত ছাড়ত ততক্ষণ তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেনঃ
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ
আল্লাহর হাওলা করছি তোমার দ্বীন, তোমার আমানতদারী এবং তোমার শেষ আমল।
(আবু ঈসা বলেন) হাদীসটি এ সূত্রে গরীব। এটি ইবনে উমর (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ
আল্লাহর হাওলা করছি তোমার দ্বীন, তোমার আমানতদারী এবং তোমার শেষ আমল।
(আবু ঈসা বলেন) হাদীসটি এ সূত্রে গরীব। এটি ইবনে উমর (রাযিঃ) থেকে একাধিক সূত্রে বর্ণিত আছে।
باب مَا يَقُولُ إِذَا وَدَّعَ إِنْسَانًا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي عُبَيْدِ اللَّهِ السُّلَيْمِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، سَلْمُ بْنُ قُتَيْبَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ أُمَيَّةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا وَدَّعَ رَجُلاً أَخَذَ بِيَدِهِ فَلاَ يَدَعُهَا حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ يَدَعُ يَدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَقُولُ " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَآخِرَ عَمَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنِ ابْنِ عُمَرَ .
হাদীস নং:৩৪৪৩
আন্তর্জাতিক নং: ৩৪৪৩
কাউকে বিদায় জানাতে গিয়ে কী দুআ পড়বে
৩৪৪৩. ইসমাঈল ইবনে মুসা ফাযারী (রাহঃ) ...... সালিম (রাহঃ) থেকে বর্ণিত যে, কোন ব্যক্তি যদি সফরের ইচ্ছা করত ইবনে উমর (রাযিঃ) তাকে বলতেনঃ আমার কাছে আস রাসূলুল্লাহ (ﷺ) যেভাবে আমাদের বিদায় জানাতেন আমিও তোমাকে সে ভাবে বিদায় জানাই। এরপর তিনি বলতেনঃ (أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ)
হাদীসটি হাসান-সহীহ। সালিম ইবনে আব্দুল্লাহর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে এটি গারীব।
হাদীসটি হাসান-সহীহ। সালিম ইবনে আব্দুল্লাহর রিওয়ায়াত হিসাবে এই সূত্রে এটি গারীব।
باب مَا يَقُولُ إِذَا وَدَّعَ إِنْسَانًا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ خُثَيْمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنْ سَالِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَقُولُ لِلرَّجُلِ إِذَا أَرَادَ سَفَرًا ادْنُ مِنِّي أُوَدِّعْكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُوَدِّعُنَا . فَيَقُولُ " أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ .