আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:৩৪৩৭
আন্তর্জাতিক নং: ৩৪৩৭
কোন মনযিলে অবতরণের সময় কী দুআ পড়বে
৩৪৩৭. কুতায়বা (রাহঃ) ...... খাওলা বিনতে হাকীম শামিয়া (রাযিঃ) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি কোন মানযিলে অবতরণের পর এই দুআ পড়ে তবে পুনরায় যাত্রা না করা পর্যন্ত তাকে কিছুই ক্ষতি করতে পারবে না। দুআটি হলঃ
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আল্লাহ পরিপূর্ণ কালিমাসমূহের ওসীলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টসমূহ থেকে (তার কাছে) পানাহ চাই।
ইবনে মাজাহ , মুসলিম
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
মালিক ইবনে আনাস (রাহঃ)-ও এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তার নিকট ইয়াকুব ইবনে আশাজ্জ (রাহঃ) এর বরাতে পৌছেছে যে, ......... এরপর তিনি উক্ত হাদীসটির অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ সাঈদ ইবনে মুসায়্যিব (রাহঃ) খাওলা (রাযিঃ) সূত্রে এটি বর্ণিত হয়েছে।
লায়ছ (রাহঃ) এর রিওয়ায়াতটি ইবনে আজলান (রাহঃ) এর রিওয়ায়াত থেকে আধিক সহীহ।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আল্লাহ পরিপূর্ণ কালিমাসমূহের ওসীলায় তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্টসমূহ থেকে (তার কাছে) পানাহ চাই।
ইবনে মাজাহ , মুসলিম
(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সহীহ-গারীব।
মালিক ইবনে আনাস (রাহঃ)-ও এই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তার নিকট ইয়াকুব ইবনে আশাজ্জ (রাহঃ) এর বরাতে পৌছেছে যে, ......... এরপর তিনি উক্ত হাদীসটির অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ সাঈদ ইবনে মুসায়্যিব (রাহঃ) খাওলা (রাযিঃ) সূত্রে এটি বর্ণিত হয়েছে।
লায়ছ (রাহঃ) এর রিওয়ায়াতটি ইবনে আজলান (রাহঃ) এর রিওয়ায়াত থেকে আধিক সহীহ।
باب مَا جَاءَ مَا يَقُولُ إِذَا نَزَلَ مَنْزِلاً
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنِ الْحَارِثِ بْنِ يَعْقُوبَ، عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ خَوْلَةَ بِنْتِ حَكِيمٍ السُّلَمِيَّةِ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ نَزَلَ مَنْزِلاً ثُمَّ قَالَ أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ لَمْ يَضُرَّهُ شَيْءٌ حَتَّى يَرْتَحِلَ مِنْ مَنْزِلِهِ ذَلِكَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَرَوَى مَالِكُ بْنُ أَنَسٍ هَذَا الْحَدِيثَ أَنَّهُ بَلَغَهُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ فَذَكَرَ نَحْوَ هَذَا الْحَدِيثِ . وَرُوِيَ عَنِ ابْنِ عَجْلاَنَ هَذَا الْحَدِيثُ عَنْ يَعْقُوبَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ وَيَقُولُ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ خَوْلَةَ . قَالَ وَحَدِيثُ اللَّيْثِ أَصَحُّ مِنْ رِوَايَةِ ابْنِ عَجْلاَنَ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী: