আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
৪৫. নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ২৯৩৮
আন্তর্জাতিক নং: ২৯৩৮
নবীজী সাঃ থেকে বর্ণিত বিভিন্ন কিরাআতের বর্ণনা
সূরা ওয়াকি’আ
২৯৩৮. বিশর ইবনে হিলাল আস-সাওওয়াফ বসরী (রাহঃ) ......... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাঠ করতেনঃ (فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ)।
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-গারীব। হারূন আল-আওয়ার (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-গারীব। হারূন আল-আওয়ার (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই।
أبواب القراءات عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الْوَاقِعَةِ
حَدَّثَنَا بِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ الضُّبَعِيُّ، عَنْ هَارُونَ الأَعْوَرِ، عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ (فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ هَارُونَ الأَعْوَرِ .
তাহকীক: