আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং : ১৮৮৪
আন্তর্জাতিক নং: ১৮৮৪
পাত্রে কিছু পানের সময় শ্বাস ফেলা।
১৮৯০। কুতায়বা ও ইউসুফ ইবনে হাম্মাদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিন বার শ্বাস নিতেন এবং বলতেনঃ এ হলো অধিক সাচ্ছন্দ্য বোধক তৃপ্তিদায়ক। ইবনে মাজাহ ৩৪১৬, মুসলিম
এ হাদীসটি হাসান। হিশাম আদ-দাসতাওয়াঈ এটিকে আবু আসিম-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
আযরা ইবনে ছাবিত (রাহঃ) এটিকে ছুমামা-আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন।
এ হাদীসটি হাসান।
এ হাদীসটি হাসান। হিশাম আদ-দাসতাওয়াঈ এটিকে আবু আসিম-আনাস (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
আযরা ইবনে ছাবিত (রাহঃ) এটিকে ছুমামা-আনাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) পাত্রে কিছু পানের সময় তিনবার শ্বাস নিতেন।
এ হাদীসটি হাসান।
باب مَا جَاءَ فِي التَّنَفُّسِ فِي الإِنَاءِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، وَيُوسُفُ بْنُ حَمَّادٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ أَبِي عِصَامٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا وَيَقُولُ " هُوَ أَمْرَأُ وَأَرْوَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَاهُ هِشَامٌ الدَّسْتَوَائِيُّ عَنْ أَبِي عِصَامٍ عَنْ أَنَسٍ .
وَرَوَى عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا .
حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
وَرَوَى عَزْرَةُ بْنُ ثَابِتٍ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا .
حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ عَنْ ثُمَامَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَنَفَّسُ فِي الإِنَاءِ ثَلاَثًا . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

তাহকীক:
তাহকীক চলমান

হাদীস নং : ১৮৮৫
আন্তর্জাতিক নং: ১৮৮৫
পাত্রে কিছু পানের সময় শ্বাস ফেলা।
১৮৯১। আবু কুরায়ব (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কেউ উটের মত পান করবে না। বরং দুইবারে বা তিনবারে পান করবে। যখন পান করবে বিসমিল্লাহ বলবে আর যখন পান করে উঠবে তখন “আলহামদুলিল্লাহ” বলবে।
এ হাদীসটি গারীব। ইয়াযীদ ইবনে সিনান আন-জাযারী (রাহঃ) হলেন আবু ফারওয়া আর-রুহাবী।
এ হাদীসটি গারীব। ইয়াযীদ ইবনে সিনান আন-জাযারী (রাহঃ) হলেন আবু ফারওয়া আর-রুহাবী।
باب مَا جَاءَ فِي التَّنَفُّسِ فِي الإِنَاءِ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ سِنَانٍ الْجَزَرِيِّ، عَنِ ابْنٍ لِعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَشْرَبُوا وَاحِدًا كَشُرْبِ الْبَعِيرِ وَلَكِنِ اشْرَبُوا مَثْنَى وَثُلاَثَ وَسَمُّوا إِذَا أَنْتُمْ شَرِبْتُمْ وَاحْمَدُوا إِذَا أَنْتُمْ رَفَعْتُمْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَيَزِيدُ بْنُ سِنَانٍ الْجَزَرِيُّ هُوَ أَبُو فَرْوَةَ الرُّهَاوِيُّ .