আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৬৭
আন্তর্জাতিক নং: ১৮৬৭
মাটির কলসের নাবীয।
১৮৭৩। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... তাউস (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি ইবনে উমর (রাযিঃ)-এর কাছে এসে বলল, রাসূলুল্লাহ (ﷺ) কি সবুজ কলসের নাবীয পান করতে নিষেধ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। তাউস (রাহঃ) বলেন, আল্লাহর কসম, আমি ইবনে উমর (রাযিঃ)-এর কাছ থেকে এই কথা শুনেছি। মুসলিম

এই বিষয়ে ইবনে আবী আওফা, আবু সাঈদ, সওয়ায়দ, ইবনে যুবাইর ও ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হা্দীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي نَبِيذِ الْجَرِّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، وَيَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ أَخْبَرَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ طَاوُسٍ، أَنَّ رَجُلاً، أَتَى ابْنَ عُمَرَ فَقَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نَبِيذِ الْجَرِّ فَقَالَ نَعَمْ . فَقَالَ طَاوُسٌ وَاللَّهِ إِنِّي سَمِعْتُهُ مِنْهُ . قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ أَبِي أَوْفَى وَأَبِي سَعِيدٍ وَسُوَيْدٍ وَعَائِشَةَ وَابْنِ الزُّبَيْرِ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান