আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৮৩৫
আন্তর্জাতিক নং: ১৮৩৫
দাঁত দিয়ে কেটে কেটে গোশত খাওয়া।
১৮৪২। আহমাদ ইবনে মানী (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে হারিছ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমার পিতা আমাকে বিবাহ করান, তিনি লোকদের দাওয়াত করেন। তাদের মাঝে সাফওয়ান ইবনে উমাইয়া (রাযিঃ)-ও ছিলেন। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা দাঁত দিয়ে কেটে কেটে গোশত খাও। কেননা তা অধিক সুস্বাদু ও তৃপ্তিদায়ক।



এই বিষয়ে আয়িশা ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। আব্দুল করিম (রাহঃ) এর সূত্র ছাড়া উক্ত হাদীসটি সম্পর্কে আমরা অবহিত নই। আইয়ুব সাখতিয়ানী (রাহঃ) সহ কতক হাদীস বিশেষজ্ঞ আব্দুল করিম (রাহঃ) এর স্মরণ শক্তির সমালোচনা করেছেন।
باب مَا جَاءَ أَنَّهُ قَالَ " انْهَسُوا اللَّحْمَ نَهْسًا "
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْكَرِيمِ أَبِي أُمَيَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ، قَالَ زَوَّجَنِي أَبِي فَدَعَا أُنَاسًا فِيهِمْ صَفْوَانُ بْنُ أُمَيَّةَ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " انْهَسُوا اللَّحْمَ نَهْسًا فَإِنَّهُ أَهْنَأُ وَأَمْرَأُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الْكَرِيمِ . وَقَدْ تَكَلَّمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ فِي عَبْدِ الْكَرِيمِ الْمُعَلِّمِ مِنْهُمْ أَيُّوبُ السَّخْتِيَانِيُّ مِنْ قِبَلِ حِفْظِهِ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান