আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৮২৬
আন্তর্জাতিক নং: ১৮২৬
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
মোরগ খাওয়া।
১৮৩৩। যায়দ ইবনে আখযাম (রাহঃ) ......... যাহদাম আল-জারমী (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি আবু মুসা (রাহঃ)-এর কাছে গেলাম। তিনি তখন মোরগের গোশত আহার করছিলেন। তিনি বললেন, কাছে এস, খাও। আমি তা রাসূলুল্লাহ (ﷺ)কে আহার করতে দেখেছি। নাসাঈ
এই হাদীসটি হাসান। একাধিকভাবে এই হাদীসটি যাহদাম থেকে বর্ণিত আছে। যাহদামের রিওয়ায়াত ছাড়া অন্য সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত নই। রাবী আবুল ’আওওয়াম (রাহঃ) এর নাম হল ইমরান আল কাততান।
এই হাদীসটি হাসান। একাধিকভাবে এই হাদীসটি যাহদাম থেকে বর্ণিত আছে। যাহদামের রিওয়ায়াত ছাড়া অন্য সূত্রে এটি সম্পর্কে আমরা অবহিত নই। রাবী আবুল ’আওওয়াম (রাহঃ) এর নাম হল ইমরান আল কাততান।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي أَكْلِ الدَّجَاجِ
حَدَّثَنَا زَيْدُ بْنُ أَخْزَمَ الطَّائِيُّ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، عَنْ أَبِي الْعَوَّامِ، عَنْ قَتَادَةَ، عَنْ زَهْدَمٍ الْجَرْمِيِّ، قَالَ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهُوَ يَأْكُلُ دَجَاجًا فَقَالَ ادْنُ فَكُلْ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ زَهْدَمٍ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَهْدَمٍ . وَأَبُو الْعَوَّامِ هُوَ عِمْرَانُ الْقَطَّانُ .
তাহকীক:
হাদীস নং: ১৮২৭
আন্তর্জাতিক নং: ১৮২৭
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
মোরগ খাওয়া।
১৮৩৪। হান্নাদ (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি নবী (ﷺ)-কে মোরগের গোশত আহার করতে দেখেছি।
এ হাদীসে এর চেয়েও বেশী বক্তব্য রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। আইয়ুব সিখতিয়ানী (রাহঃ) এই হাদীসটিকে কাসিম তামীমী-আবু কিলাবা-যাহদাম জারমী (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন।
এ হাদীসে এর চেয়েও বেশী বক্তব্য রয়েছে। এই হাদীসটি হাসান-সহীহ। আইয়ুব সিখতিয়ানী (রাহঃ) এই হাদীসটিকে কাসিম তামীমী-আবু কিলাবা-যাহদাম জারমী (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي أَكْلِ الدَّجَاجِ
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ زَهْدَمٍ، عَنْ أَبِي مُوسَى، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَأْكُلُ لَحْمَ دَجَاجٍ . قَالَ وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى أَيُّوبُ السَّخْتِيَانِيُّ هَذَا الْحَدِيثَ أَيْضًا عَنِ الْقَاسِمِ التَّمِيمِيِّ وَعَنْ أَبِي قِلاَبَةَ عَنْ زَهْدَمٍ (الْجَرْمِيِّ) .
তাহকীক:
বর্ণনাকারী: