আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮১৬
আন্তর্জাতিক নং: ১৮১৬
আহার শেষে খানার জন্য আল্লাহর প্রশংসা করা।
১৮২৩। হান্নাদ ও মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) বলেছেন, আল্লাহ তাআলা সেই বান্দার উপর অবশ্যই সন্তুষ্ট হন যে বান্দা কোন খানা খেয়ে বা পানীয় পান করে এর জন্য আল্লাহর হামদ ও প্রশংসা করে। ইবনে মাজাহ ১৬৫১, মুসলিম
এ বিষয়ে উকবা ইবনে আমির, আবু সাঈদ, আয়িশা, আবু আইয়ুব ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান, যাকারিয়া ইবনে আবু যাইদা (রাহঃ) থেকে একাধিক রাবী হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। যাকারিয়া ইবনে আবু যাইদা (রাহঃ)-এর সূত্রের হাদীস ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।
এ বিষয়ে উকবা ইবনে আমির, আবু সাঈদ, আয়িশা, আবু আইয়ুব ও আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। উক্ত হাদীসটি হাসান, যাকারিয়া ইবনে আবু যাইদা (রাহঃ) থেকে একাধিক রাবী হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। যাকারিয়া ইবনে আবু যাইদা (রাহঃ)-এর সূত্রের হাদীস ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু অবহিত নই।
باب مَا جَاءَ فِي الْحَمْدِ عَلَى الطَّعَامِ إِذَا فُرِغَ مِنْهُ
حَدَّثَنَا هَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ لَيَرْضَى عَنِ الْعَبْدِ أَنْ يَأْكُلَ الأَكْلَةَ أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ فَيَحْمَدَهُ عَلَيْهَا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي سَعِيدٍ وَعَائِشَةَ وَأَبِي أَيُّوبَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ نَحْوَهُ وَلاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ .