আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৮০৮
আন্তর্জাতিক নং: ১৮০৮
রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।
১৮১৫। মুহাম্মাদ ইবনে মাদ্দুওয়ায়হ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রান্না করা ছাড়া রসূন খাওয়া নিষেধ করা হয়েছে।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَدُّويَهْ، حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ، وَالِدُ، وَكِيعٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ قَالَ نُهِيَ عَنْ أَكْلِ الثُّومِ، إِلاَّ مَطْبُوخًا .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮০৯
আন্তর্জাতিক নং: ১৮০৯
রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।
১৮১৬। হান্নাদ (রাহঃ) ......... আলী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি রান্না করা ব্যতিরেকে রসূন খাওয়া অপছন্দ করতেন।
এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনে হাম্বালের বরাতে এটি নবী (ﷺ) থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
এই হাদীসটির সনদ তেমন শক্তিশালী নয়। শরীফ ইবনে হাম্বালের বরাতে এটি নবী (ﷺ) থেকে মুরসাল রূপে বর্ণিত রয়েছে।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ، عَنْ عَلِيٍّ، قَالَ لاَ يَصْلُحُ أَكْلُ الثُّومِ إِلاَّ مَطْبُوخًا . قَالَ أَبُو عِيسَى هَذَا الْحَدِيثُ لَيْسَ إِسْنَادُهُ بِذَلِكَ الْقَوِيِّ وَقَدْ رُوِيَ هَذَا عَنْ عَلِيٍّ قَوْلَهُ وَرُوِيَ عَنْ شَرِيكِ بْنِ حَنْبَلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً . قَالَ مُحَمَّدٌ الْجَرَّاحُ بْنُ مَلِيحٍ صَدُوقٌ وَالْجَرَّاحُ بْنُ الضَّحَّاكِ مُقَارِبُ الْحَدِيثِ .

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নং:১৮১০
আন্তর্জাতিক নং: ১৮১০
রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।
১৮১৭। হাসান ইবনে সাব্বাহ বাযযার (রাহঃ) ......... উম্মু আইয়ুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন যে, নবী (ﷺ) তাদের ঘরে মেহমান হয়েছিলেন। তখন তাঁরা তাঁর জন্য আড়ম্বরপূর্ণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এতে এই সব (রসূন ইত্যাদি) সবজী ছিল। কিন্তু তিনি তা খেতে অপছন্দ করলেন। সঙ্গীদের বললেনঃ তোমরা খেয়ে নাও। আমি তোমাদের মত নই। আমার সঙ্গীকে (ফিরিশতা) কষ্ট দিতে আমি ভয় করি। ইবনে মাজাহ ৩৩৬৪
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। উম্মু আইয়ুব (রাযিঃ) হলেন আবু আইয়ুব আনসারী (রাযিঃ)-এর স্ত্রী।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ-গারীব। উম্মু আইয়ুব (রাযিঃ) হলেন আবু আইয়ুব আনসারী (রাযিঃ)-এর স্ত্রী।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ أَبِيهِ، أَنَّ أُمَّ أَيُّوبَ، أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَزَلَ عَلَيْهِمْ فَتَكَلَّفُوا لَهُ طَعَامًا فِيهِ مِنْ بَعْضِ هَذِهِ الْبُقُولِ فَكَرِهَ أَكْلَهُ فَقَالَ لأَصْحَابِهِ " كُلُوهُ فَإِنِّي لَسْتُ كَأَحَدِكُمْ إِنِّي أَخَافُ أَنْ أُوذِيَ صَاحِبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَأُمُّ أَيُّوبَ هِيَ امْرَأَةُ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৮১১
আন্তর্জাতিক নং: ১৮১১
রান্না করে রসূন খাওয়ার অনুমতি প্রসঙ্গে।
১৮১৮। মুহাম্মাদ ইবনে হুমায়দ (রাহঃ) ......... আবুল আলিয়া (রাহঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, রসূন পবিত্র আহার্য্য বস্তুর অন্তর্ভুক্ত।
আবু খালদা (রাহঃ) এর নাম হল খালিদ ইবনে দীনার। হাদীস বিশেষজ্ঞগণের মতে ইনি নির্ভরযোগ্য রাবী। আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে তিনি হাদীসও শুনেছেন। আবুল আলিয়া (রাহঃ)-এর নাম হল রুফায়্যি। তিনি হলেন রিয়াহী। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, আবু খালদা ছিলেন একজন ভাল মুসলিম।
আবু খালদা (রাহঃ) এর নাম হল খালিদ ইবনে দীনার। হাদীস বিশেষজ্ঞগণের মতে ইনি নির্ভরযোগ্য রাবী। আনাস ইবনে মালিক (রাযিঃ)-কে তিনি পেয়েছেন এবং তাঁর কাছ থেকে তিনি হাদীসও শুনেছেন। আবুল আলিয়া (রাহঃ)-এর নাম হল রুফায়্যি। তিনি হলেন রিয়াহী। আব্দুর রহমান ইবনে মাহদী (রাহঃ) বলেন, আবু খালদা ছিলেন একজন ভাল মুসলিম।
باب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الثُّومِ مَطْبُوخًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، عَنْ أَبِي خَلْدَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ الثُّومُ مِنْ طَيِّبَاتِ الرِّزْقِ . وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَسَمِعَ مِنْهُ وَأَبُو الْعَالِيَةِ اسْمُهُ رُفَيْعٌ هُوَ الرِّيَاحِيُّ قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ كَانَ أَبُو خَلْدَةَ خِيَارًا مُسْلِمًا .

তাহকীক:
তাহকীক চলমান