আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৭৯৮
আন্তর্জাতিক নং: ১৭৯৮
ঘি-তে ইদুর পড়ে মারা গেলে।
১৮০৫। সাঈদ ইবনে আব্দুর রহমান ও আবু আম্মার (রাহঃ) ......... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার একটি ইঁদুর (জমাট) ঘি-তে পড়ে মারা যায়। এ বিষয়ে নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, ইঁদুরটি এবং এর চতুষ্পার্শ্বস্থ ঘি ফেলে দিবে। তারপর তা (বাকী ঘি) খাবে।
বুখারী ২৩৫
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। যুহরী-উবাইদুল্লাহ-ইবনে আব্বাস (রাযিঃ) সনদেও এই হাদীসটি বর্ণিত আছে যে, নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল...। এই সনদে মায়মুনা (রাযিঃ)-এর উল্লেখ নাই। কিন্তু ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) সনদে বর্ণিত হাদীসটি (১৮০৫ নং) অধিকত সহীহ। মামার ......... যুহরী ......... সাঈদ ইবনে মুসায়্যাব ......... আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই রিওয়ায়াতটি মাহফুজ নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে মা‘মার ......... যুহরী ......... সাঈদ ইবনুল মাসায়্যাব ......... আবু হুরায়রা (রাযিঃ) ......... সূত্রে বর্ণনাটি ভুল। সহীহ হল যুহরী ......... উবাইদুল্লাহ ......... ইবনে আব্বাস (রাযিঃ) ......... মায়মুনা (রাযিঃ) সূত্রের রিওয়ায়াতটি।
বুখারী ২৩৫
এই বিষয়ে আবু হুরায়রা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ। যুহরী-উবাইদুল্লাহ-ইবনে আব্বাস (রাযিঃ) সনদেও এই হাদীসটি বর্ণিত আছে যে, নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল...। এই সনদে মায়মুনা (রাযিঃ)-এর উল্লেখ নাই। কিন্তু ইবনে আব্বাস (রাযিঃ) মায়মুনা (রাযিঃ) সনদে বর্ণিত হাদীসটি (১৮০৫ নং) অধিকত সহীহ। মামার ......... যুহরী ......... সাঈদ ইবনে মুসায়্যাব ......... আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এই রিওয়ায়াতটি মাহফুজ নয়। মুহাম্মাদ ইবনে ইসমাঈল বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে মা‘মার ......... যুহরী ......... সাঈদ ইবনুল মাসায়্যাব ......... আবু হুরায়রা (রাযিঃ) ......... সূত্রে বর্ণনাটি ভুল। সহীহ হল যুহরী ......... উবাইদুল্লাহ ......... ইবনে আব্বাস (রাযিঃ) ......... মায়মুনা (রাযিঃ) সূত্রের রিওয়ায়াতটি।
باب مَا جَاءَ فِي الْفَأْرَةِ تَمُوتُ فِي السَّمْنِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، وَأَبُو عَمَّارٍ قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ فَأْرَةً، وَقَعَتْ، فِي سَمْنٍ فَمَاتَتْ فَسُئِلَ عَنْهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " أَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَكُلُوهُ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم سُئِلَ وَلَمْ يَذْكُرُوا فِيهِ عَنْ مَيْمُونَةَ وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ أَصَحُّ . وَرَوَى مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَهُوَ حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ . قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ وَحَدِيثُ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَذَكَرَ فِيهِ أَنَّهُ سُئِلَ عَنْهُ فَقَالَ " إِذَا كَانَ جَامِدًا فَأَلْقُوهَا وَمَا حَوْلَهَا وَإِنْ كَانَ مَائِعًا فَلاَ تَقْرَبُوهُ " . فَقَالَ هَذَا خَطَأٌ أَخْطَأَ فِيهِ مَعْمَرٌ . قَالَ وَالصَّحِيحُ حَدِيثُ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ .

তাহকীক:
তাহকীক চলমান