আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

الجامع الكبير للترمذي

২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন...

হাদীস নং:১৭৮২
আন্তর্জাতিক নং: ১৭৮২
সাহাবীগণের টুপি কেমন ছিল?
১৭৮৯। হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... আবু কাবাশা আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণের টুপি ছিল মাথাজোড়া বিস্তৃত।

এই হাদীসটি মুনকার। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে বুসর বসরী হাদীস বিশারদগণের দৃষ্টিতে যঈফ। ইয়াহয়া ইবনে সাঈদ ও অন্যান্যরা তাকে যঈফ বলেছেন।

بُطْحٌ অর্থঃ বিস্তৃত।
باب كَيْفَ كَانَ كِمَامُ الصَّحَابَةِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمْرَانَ، عَنْ أَبِي سَعِيدٍ، وَهُوَ عَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ قَالَ سَمِعْتُ أَبَا كَبْشَةَ الأَنْمَارِيَّ، يَقُولُ كَانَتْ كِمَامُ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بُطْحًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ مُنْكَرٌ . وَعَبْدُ اللَّهِ بْنُ بُسْرٍ بَصْرِيٌّ هُوَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ وَغَيْرُهُ . وَبُطْحٌ يَعْنِي وَاسِعَةٌ .
tahqiq

তাহকীক:

তাহকীক চলমান