আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৫৯
আন্তর্জাতিক নং: ১৭৫৯
পোশাক-পরিচ্ছদের বিধান
স্বীয় চুলের সাথে পরচুলা বাঁধা।[১]
১৭৬৫। সুওয়ায়াদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যে মহিলা স্বীয় মাথায় পরচুলা জড়ায় বা জড়াতে চায় এবং যে মহিলা উল্কি আকায় বা উল্কি আঁকতে বলে তাদের আল্লাহ তাআলা লা‘নত করেছেন। নাফি‘ বলেন, উল্কি আঁকা হয় (সাধারণত) নীচের মাড়িতে। ইবনে মাজাহ ১৯৮৭, নাসাঈ
এই বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা, আসমা বিনতে আবী বকর, মা‘কিল ইবনে ইয়াসার, ইবনে আব্বাস ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
[১] আরবের নারীরা চুলের প্রাচুর্য প্রদর্শনের জন্য অন্যের চুল কিনে স্বীয় চুলের সঙ্গে জড়িয়ে বাঁধত।
এই বিষয়ে ইবনে মাসউদ, আয়িশা, আসমা বিনতে আবী বকর, মা‘কিল ইবনে ইয়াসার, ইবনে আব্বাস ও মুআবিয়া (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
[১] আরবের নারীরা চুলের প্রাচুর্য প্রদর্শনের জন্য অন্যের চুল কিনে স্বীয় চুলের সঙ্গে জড়িয়ে বাঁধত।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي مُوَاصَلَةِ الشَّعْرِ
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ " . قَالَ نَافِعٌ الْوَشْمُ فِي اللَّثَةِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَابْنِ عَبَّاسٍ وَمَعْقِلِ بْنِ يَسَارٍ وَمُعَاوِيَةَ .
তাহকীক: