আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৪. পোশাক-পরিচ্ছদের বিধান - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
হাদীস নং: ১৭৩৬
আন্তর্জাতিক নং: ১৭৩৬
পোশাক-পরিচ্ছদের বিধান
দুই কাঁধের মাঝে পাগড়ীর এক পার্শ্ব ঝুলিয়ে রাখা প্রসঙ্গে।
১৭৪২। হারূন ইবনে ইসহাকা আল-হামদানী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন পাগড়ী বাঁধতেন তখন এর এক পার্শ্ব তাঁর দুই কাঁধের মাঝে ঝুলিয়ে দিতেন। নাফি‘ বলেন, ইবনে উমর (রাযিঃ)ও তাঁর দুই কাঁধের মাঝে পাগড়ীর এক পার্শ্ব ঝুলিয়ে রাখতেন। উবাইদুল্লাহ (রাহঃ) বলেন, কাসিম ও সালিম (রাহঃ) ও এরূপ করতেন।
এই হাদীসটি গারীব। এই বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। তবে আলী (রাযিঃ)-এর হাদীসটি সনদের দিকে থেকে সহীহ নয়।
এই হাদীসটি গারীব। এই বিষয়ে আলী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। তবে আলী (রাযিঃ)-এর হাদীসটি সনদের দিকে থেকে সহীহ নয়।
أبواب اللباس عن رسول الله صلى الله عليه وسلم
باب فِي سَدْلِ الْعِمَامَةِ بَيْنَ الْكَتِفَيْنِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْمَدَنِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اعْتَمَّ سَدَلَ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ . قَالَ نَافِعٌ وَكَانَ ابْنُ عُمَرَ يَسْدِلُ عِمَامَتَهُ بَيْنَ كَتِفَيْهِ . قَالَ عُبَيْدُ اللَّهِ وَرَأَيْتُ الْقَاسِمَ وَسَالِمًا يَفْعَلاَنِ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَلاَ يَصِحُّ حَدِيثُ عَلِيٍّ فِي هَذَا مِنْ قِبَلِ إِسْنَادِهِ
তাহকীক: