আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২৩. জিহাদের বিবিধ বিধানাবলী ও নবীজীর যুদ্ধাভিযানসমূহ - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন...
হাদীস নং:১৬৯০
আন্তর্জাতিক নং: ১৬৯০
তলওয়ার এবং তার অলংকার।
১৬৯৬। মুহাম্মাদ ইবনে সুদরান আবু জা‘ফার বসরী (রাহঃ) ......... মাযীদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করেন তখন তাঁর তলোয়ার ছিল স্বর্ণ ও রৌপ্য-খচিত।
বর্ণনাকারী তালিব বলেন, আমি তাঁকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত। এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। হূদ (রাহঃ) এর মাতামহের নাম হল মাযীদা আসরী (রাযিঃ)।
বর্ণনাকারী তালিব বলেন, আমি তাঁকে রৌপ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত। এই বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি গারীব। হূদ (রাহঃ) এর মাতামহের নাম হল মাযীদা আসরী (রাযিঃ)।
باب مَا جَاءَ فِي السُّيُوفِ وَحِلْيَتِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ أَبُو جَعْفَرٍ الْبَصْرِيُّ، حَدَّثَنَا طَالِبُ بْنُ حُجَيْرٍ، عَنْ هُودِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ، عَنْ جَدِّهِ، مَزِيدَةَ قَالَ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ وَعَلَى سَيْفِهِ ذَهَبٌ وَفِضَّةٌ . قَالَ طَالِبٌ فَسَأَلْتُهُ عَنِ الْفِضَّةِ فَقَالَ كَانَتْ قَبِيعَةُ السَّيْفِ فِضَّةً . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَجَدُّ هُودٍ اسْمُهُ مَزِيدَةُ الْعَصَرِيُّ .

তাহকীক:
তাহকীক চলমান

বর্ণনাকারী:
হাদীস নং:১৬৯১
আন্তর্জাতিক নং: ১৬৯১
তলওয়ার এবং তার অলংকার।
১৬৯৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর তলোয়ারের বাটটি ছিল রৌপ্য খচিত।
আবু দাউদ ২৩২৬-২৩২৮
এই হাদীসটি হাসান-গারীব। হাম্মাম-কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে উক্তরূপ বর্ণিত আছে। কেউ কেউ এটিকে কাতাদা-সাঈদ ইবনে আবুল হাসান (রাহঃ) সূত্রে (মুরসালরূপে) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর তলোয়ারের বাটি ছিল রৌপ্য খচিত।
আবু দাউদ ২৩২৬-২৩২৮
এই হাদীসটি হাসান-গারীব। হাম্মাম-কাতাদা-আনাস (রাযিঃ) সূত্রে উক্তরূপ বর্ণিত আছে। কেউ কেউ এটিকে কাতাদা-সাঈদ ইবনে আবুল হাসান (রাহঃ) সূত্রে (মুরসালরূপে) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এর তলোয়ারের বাটি ছিল রৌপ্য খচিত।
باب مَا جَاءَ فِي السُّيُوفِ وَحِلْيَتِهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فِضَّةٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَهَكَذَا رُوِيَ عَنْ هَمَّامٍ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ وَقَدْ رَوَى بَعْضُهُمْ عَنْ قَتَادَةَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ كَانَتْ قَبِيعَةُ سَيْفِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ فِضَّةٍ .

তাহকীক:
তাহকীক চলমান