আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
الجامع الكبير للترمذي
২২. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৬৫৩
আন্তর্জাতিক নং: ১৬৫৩
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
যে ব্যক্তি শাহাদাতের প্রার্থনা করে।
১৬৫৯। মুহাম্মাদ ইবনে সাহল ইবনে আসকার (রাহঃ) ......... সাহল ইবনে হুনায়ফ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে শাহাদত প্রার্থনা করে তার বিছানায় মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌছে দিবেন। ইবনে মাজাহ ২৭৯৭, মুসলিম
সাহল ইবনে হুনায়ফ (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-গারীব। আব্দুর রহমান ইবনে শুরায়হ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আব্দুল্লাহ ইবনে সালিহ (রাহঃ)-ও এই হাদীসটি আব্দুর রহমান ইবনে শুরায়হ থেকে বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবনে শুরায়হ এর উপনাম হল আবু শুরায়হ। তিনি হলেন, ইসকান্দারানী। এই বিষয়ে মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
সাহল ইবনে হুনায়ফ (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-গারীব। আব্দুর রহমান ইবনে শুরায়হ (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। আব্দুল্লাহ ইবনে সালিহ (রাহঃ)-ও এই হাদীসটি আব্দুর রহমান ইবনে শুরায়হ থেকে বর্ণনা করেছেন। আব্দুর রহমান ইবনে শুরায়হ এর উপনাম হল আবু শুরায়হ। তিনি হলেন, ইসকান্দারানী। এই বিষয়ে মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب فضائل الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِيمَنْ سَأَلَ الشَّهَادَةَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ عَسْكَرٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ كَثِيرٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ سَأَلَ اللَّهَ الشَّهَادَةَ مِنْ قَلْبِهِ صَادِقًا بَلَّغَهُ اللَّهُ مَنَازِلَ الشُّهَدَاءِ وَإِنْ مَاتَ عَلَى فِرَاشِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَهْلِ بْنِ حُنَيْفٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُرَيْحٍ . وَقَدْ رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شُرَيْحٍ . وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ شُرَيْحٍ يُكْنَى أَبَا شُرَيْحٍ وَهُوَ إِسْكَنْدَرَانِيٌّ . وَفِي الْبَابِ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ .
হাদীস নং: ১৬৫৪
আন্তর্জাতিক নং: ১৬৫৪
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
যে ব্যক্তি শাহাদাতের প্রার্থনা করে।
১৬৬০। আহমাদ ইবনে মানী‘ (রাহঃ) ......... মুআয ইবনে জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে আন্তরিক ভাবে আল্লাহর পথে নিহত হওয়ার প্রার্থনা করে আল্লাহ তাআলা তাকে শহীদের সাওয়াব দান করবেন। ইবনে মাজাহ ২৭৯২
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি হাসান-সহীহ।
أبواب فضائل الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِيمَنْ سَأَلَ الشَّهَادَةَ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَالِكِ بْنِ يُخَامِرَ السَّكْسَكِيِّ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ سَأَلَ اللَّهَ الْقَتْلَ فِي سَبِيلِهِ صَادِقًا مِنْ قَلْبِهِ أَعْطَاهُ اللَّهُ أَجْرَ الشَّهِيدِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .